menu-iconlogo
huatong
huatong
avatar

Maa Tor Chokher Kajal/মা তোর চোখের কাজল সারা গায়ে,সাধনা সরগম,সবুজ মনের শ্যামা বরন...

SMA's Music Library...huatong
Toton_SMA🎼🌱huatong
Letras
Grabaciones
সবুজ মনের শ্যামা বরন...

মা তোর চোখের কাজল সারা গায়ে

মাখিয়ে দিলো কে ?

মা তোর চোখের কাজল সারা গায়ে

মাখিয়ে দিলো কে ?

সাজিয়ে দিলো শ্মশান চিতার

সাজিয়ে দিলো শ্মশান চিতার

ভষ্ম তিলকে।

মা তোর চোখের কাজল সারা গায়ে

মাখিয়ে দিলো কে ?

ট্র‍্যাক শিল্পী : সাধনা সরগম

হাড়ের মালা কোথায় পেলি ?

যোগিনী সাজ সেজে এলি!

হাড়ের মালা কোথায় পেলি ?

যোগিনী সাজ সেজে এলি!

তোর গৌরী নামটি বল না মাগো

গৌরী নামটি বল না মাগো

হরে নিলো মা কে ?

মা তোর চোখের কাজল সারা গায়ে

মাখিয়ে দিলো কে ?

কারাওকে ট্র‍্যাক ক্রিয়েশন এন্ড আপলোড :

সবুজ মনের মিউজিক লাইব্রেরী...

আহা...কালী সেজে কালো মেয়ে

রূপ যেন আর ধরে না

জন্ম জন্ম দেখেও তবুও

চোখের পলক পড়ে না।

##############

দেখে যা রে পায়ের শোভা

পা নয় সে তো রক্ত জবা

দেখে যা রে পায়ের শোভা

পা নয় সে তো রক্ত জবা

এমন রূপের ডালে কে দেখেছে

রূপের ডালে কে দেখেছে

সারা ত্রিলোকে ?

মা তোর চেখের কাজল সারা গায়ে

মাখিয়ে দিলো কে।

সাজিয়ে দিলো শ্মশান চিতার

সাজিয়ে দিলো শ্মশান চিতার

ভষ্ম তিলকে।

মা তোর চোখের কাজল সারা গায়ে

মাখিয়ে দিলো কে।

মা তোর চোখের কাজল সারা গায়ে

মাখিয়ে দিলো কে.....

Más De SMA's Music Library...

Ver todologo

Te Podría Gustar