লুকোনো ডাকনাম
একটু মাখলাম
দু'চোখে আঁকলাম রামধনুই
লুকোনো ডাকনাম
একটু মাখলাম
দু'চোখে আঁকলাম রামধনুই
বুনেছি গল্প অল্পসল্প
উড়েছে স্বপ্নে
শুধু গুড়ো গুড়ো তুই
আমি সোনা কাঠি ছুঁই
নাকি রূপো কাঠি ছুঁই
আমি জানিনা কিছুই কাকে ছুঁই
আমি সোনা কাঠি ছুঁই
নাকি রূপো কাঠি ছুঁই
আমি জানিনা কিছুই কাকে ছুঁই
চুপি চুপি তাই ইশারা পাতাই
খুঁজে খুঁজে দেখি নিজেকে
কে জানে কখন
ভুলে গেছে মন
রূপকথা সিলেবাসে নেই
নীল কার্পেটে সওয়ার
চল ১৩ নদী পার
ইচ্ছেরা ছা-পোষা চড়ুই
আমি সোনা কাঠি ছুঁই
নাকি রূপো কাঠি ছুঁই
আমি জানিনা কিছুই কাকে ছুঁই
আমি সোনা কাঠি ছুঁই
নাকি রূপো কাঠি ছুঁই
আমি জানিনা কিছুই কাকে ছুঁই
লুকোনো ডাকনাম (ডাকনাম)
একটু মাখলাম
দু'চোখে আঁকলাম রামধনুই (দু'চোখে আঁকলাম)
বুনেছি গল্প অল্পসল্প (বুনেছি গল্প)
উড়েছে স্বপ্নে
শুধু গুড়ো গুড়ো তুই
আমি সোনা কাঠি ছুঁই
নাকি রূপো কাঠি ছুঁই
আমি জানিনা কিছুই কাকে ছুঁই
আমি সোনা কাঠি ছুঁই
নাকি রূপো কাঠি ছুঁই
আমি জানিনা কিছুই কাকে ছুঁই