menu-iconlogo
huatong
huatong
Letras
Grabaciones
কী পেলাম আর কী পেলাম না

এ হিসেব মেলে না কখনও

ধরতে চেয়ে তবু পারলাম না

জীবনটাই অধরা এখনো

আর চিনে নেওয়ার ইশরায়

জানি হয়ে গেছিলো ভুল

Photograph-এর বন্ধুরা

পুরোনো কথায় ঘেরা স্কুল

ছুটে যাই, ছুঁতে যাই

আমি খুঁজে নিতে চাই

নিঃশ্বাসে বিশ্বাসে মিশে যাই

সাগরের সবুজের

রঙে মিলে যেতে চাই

সীমানা পেরিয়ে যেতে চাই

যারা ছিলো অসময়ে পাশে, তারা থাকবে চিরকাল

যারা মনে রাখেনি, পাবে না কেউ আমার নাগাল

যারা ছিলো অসময়ে পাশে, তারা থাকবে চিরকাল

যারা মনে রাখেনি, পাবে না কেউ আমার নাগাল

Photograph-এর বন্ধুরা

জেনো আবার দেখা হবেই

ফিরে আসবে স্মৃতিরা

হাসি-গান ভাসাবেই

ছুটে যাই, ছুঁতে যাই

আমি খুঁজে নিতে চাই

নিঃশ্বাসে বিশ্বাসে মিশে যাই

সাগরের সবুজের

রঙে মিলে যেতে চাই

সীমানা পেরিয়ে যেতে চাই

ছুটে যাই, ছুঁতে যাই

আমি খুঁজে নিতে চাই

নিঃশ্বাসে বিশ্বাসে মিশে যাই

সাগরের সবুজের

রঙে মিলে যেতে চাই

সীমানা পেরিয়ে যেতে চাই

Más De Somlata Acharyya Chowdhury/Somlata And The Aces

Ver todologo

Te Podría Gustar