menu-iconlogo
logo

Ek Sagor Rokter Binimoye

logo
Letras
এক সাগর রক্তের বিনিময়ে

বাংলার স্বাধীনতা আনলে যারা

আমরা তোমাদের ভুলবো না

আমরা তোমাদের ভুলবো না

দুঃসহ বেদনার কণ্টক পথ বেয়ে

শোষণের নাগপাশ ছিঁড়লে যারা

আমরা তোমাদের ভুলবো না

আমরা তোমাদের ভুলবো না

যুগের নিষ্ঠুর বন্ধন হতে

মুক্তির এ বারতা আনলে যারা

যুগের নিষ্ঠুর বন্ধন হতে

মুক্তির এ বারতা আনলে যারা

আমরা তোমাদের ভুলবো না

ভুলবো না, ভুলবো না

এক সাগর রক্তের বিনিময়ে

বাংলার স্বাধীনতা আনলে যারা

আমরা তোমাদের ভুলবো না

আমরা তোমাদের ভুলবো না

কৃষাণ-কৃষাণীর গানে গানে

কৃষাণ-কৃষাণীর গানে গানে

পদ্মা-মেঘনার কলতানে

বাউলের একতারাতে

বাউলের একতারাতে

আনন্দ ঝংকারে

আনন্দ ঝংকারে, আনন্দ ঝংকারে

তোমাদের নাম ঝংকৃত হবে

ঝংকৃত হবে, ঝংকৃত হবে, ঝংকৃত হবে

নতুন স্বদেশ গড়ার পথে

তোমরা চিরদিন দিশারী রবে

নতুন স্বদেশ গড়ার পথে

তোমরা চিরদিন দিশারী রবে

আমরা তোমাদের ভুলবো না

ভুলবো না, ভুলবো না

এক সাগর রক্তের বিনিময়ে

বাংলার স্বাধীনতা আনলে যারা

আমরা তোমাদের ভুলবো না

আমরা তোমাদের ভুলবো না