menu-iconlogo
logo

Jessore Khulna Bagura

logo
Letras
যশোর, খুলনা, বগুড়া, পাবনা

ঢাকা, বরিশাল, নোয়াখালী

তারা হিন্দুও নয়, মুসলিম নয়

তারা শুধু বাঙালি

যশোর, খুলনা, বগুড়া, পাবনা

ঢাকা, বরিশাল, নোয়াখালী

তারা হিন্দুও নয়, মুসলিম নয়

তারা শুধু বাঙালি

রক্তনেশায় উঠিছে মাতিয়া

খেলিতেছে তারা হোলি

অবাক নয়নে দেখছে বিশ্ব

দিচ্ছে কেমনে প্রাণ

বোমারু বিমান, মেশিনগান

তুচ্ছ করি কামান

কদম কদম এগিয়ে চলিছে

গাহি বাংলার গান

জয় বাংলার গান

এসো মুক্তিরণের সাথী

ওরে মুক্তিরণের সাথী

আগুয়ান হও, আগুয়ান সবে

আগুয়ান সবে, আগুয়ান সবে, আগুয়ান

এসো মুক্তিরণের সাথী

ওরে মুক্তিরণের সাথী

আগুয়ান হও, আগুয়ান সবে

আগুয়ান সবে, আগুয়ান সবে, আগুয়ান

শত্রু শোণিতে সিক্ত পতাকা, মুক্তির সেনাপতি

শত্রু শোণিতে সিক্ত পতাকা, মুক্তির সেনাপতি

আগুয়ান হও, আগুয়ান সবে

আগুয়ান সবে, আগুয়ান সবে, আগুয়ান

এসো মুক্তিরণের সাথী

ওরে মুক্তিরণের সাথী

আগুয়ান হও, আগুয়ান সবে

আগুয়ান সবে, আগুয়ান সবে, আগুয়ান

আগুয়ান হও, আগুয়ান সবে

আগুয়ান সবে, আগুয়ান সবে, আগুয়ান

স্থলে বা জলে, নভস্থলে, কে দেবে বাধা?

মোদের অবাধ গতি কে দেবে বাধা?

অসাধ্য নয় সাধন সাধা, কে দেবে বাধা?

মানুষের যত বাঁধনভাঙার

বজ্ররাগিণী গেয়ে ওঠে গান

মানুষের যত বাঁধনভাঙার

বজ্ররাগিণী গেয়ে ওঠে গান

মৃত্যুরে দিয়ে মৃত্যুর হবে অবসান

মৃত্যুরে দিয়ে মৃত্যুর হবে অবসান

এসো মুক্তিরণের সাথী

ওরে মুক্তিরণের সাথী

আগুয়ান হও, আগুয়ান সবে

আগুয়ান সবে, আগুয়ান সবে, আগুয়ান

এসো মুক্তিরণের সাথী

ওরে মুক্তিরণের সাথী

আগুয়ান হও, আগুয়ান সবে

আগুয়ান সবে, আগুয়ান সবে, আগুয়ান

শত্রু শোণিতে সিক্ত পতাকা, মুক্তির সেনাপতি

শত্রু শোণিতে সিক্ত পতাকা, মুক্তির সেনাপতি

আগুয়ান হও, আগুয়ান সবে

আগুয়ান সবে, আগুয়ান সবে, আগুয়ান

এসো মুক্তিরণের সাথী

ওরে মুক্তিরণের সাথী

আগুয়ান হও, আগুয়ান সবে

আগুয়ান সবে, আগুয়ান সবে, আগুয়ান

আগুয়ান হও, আগুয়ান সবে

আগুয়ান সবে, আগুয়ান সবে, আগুয়ান

আগুয়ান হও, আগুয়ান সবে

আগুয়ান সবে, আগুয়ান সবে, আগুয়ান