ও আমার দেশের মাটি
রবীন্দ্র সংঙ্গীত...
ও আমার দেশের মাটি
তোমার ‘পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা
ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা
তুমি মিশেছ মোর দেহের সনে...
তুমি মিলেছ মোর প্রাণে মনে
মিশেছ মোর দেহের সনে
তুমি মিলেছ মোর প্রাণে মনে
তোমার ওই শ্যামলবরন কোমল
মূর্তি মর্মে গাঁথা।
ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা
ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা
ওগো মা, তোমার কোলে জনম আমার,
মরণ তোমার বুকে
ওগো মা, তোমার কোলে জনম আমার,
মরণ তোমার বুকে
তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে
তুমি অন্ন মুখে তুলে দিলে....
তুমি শীতল জলে জুড়াইলে
অন্ন মুখে তুলে দিলে....
তুমি শীতল জলে জুড়াইলে
তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা
ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা
ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা