menu-iconlogo
huatong
huatong
avatar

Forest Hill Er Ek Dupurey

Soulshuatong
Rana_E_R_S🌲🌲huatong
Letras
Grabaciones
ফরেস্ট হিলে এক দুপুরে

কথা ছিলো তুমি আসবে

ফরেস্ট হিলে এক দুপুরে

কথা ছিলো তুমি আসবে

সব চোখ ফাঁকি দিয়ে

বুকে ভালোবাসা নিয়ে

সব চোখ ফাঁকি দিয়ে

বুকে ভালোবাসা নিয়ে

আসবে , আমায় ভালোবাসবে

ফরেস্ট হিলে এক দুপুরে

কথা ছিলো তুমি আসবে

অনেক প্রহর নিঃসঙ্গ

সাঁওতালী গানের সুরে

কাটিয়ে দিলাম তোমায় ভেবে

ঝাউ মহুয়ার বনে

অনেক প্রহর নিঃসঙ্গ

সাঁওতালী গানের সুরে

কাটিয়ে দিলাম তোমায় ভেবে

ঝাউ মহুয়ার বনে

কথা দিয়ে তুমি এলে না যখন

এখন আমার কি হবে

ফরেস্ট হিলে এক দুপুরে

কথা ছিলো তুমি আসবে

বিষন্নতা সঙ্গী এখন

দুঃখ গলার মালা

তোমার স্মৃতিগুলো আগুন হয়ে

বাড়ায় বুকেরই জ্বালা

বিষন্নতা সঙ্গী এখন

দুঃখ গলার মালা

তোমার স্মৃতিগুলো আগুন হয়ে

বাড়ায় বুকেরই জ্বালা

হায় তুমি ছাড়া জীবন আমার

এখন বাঁচি কিভাবে

ফরেস্ট হিলে এক দুপুরে

কথা ছিলো তুমি আসবে

ফরেস্ট হিলে এক দুপুরে

কথা ছিলো তুমি আসবে

সব চোখ ফাঁকি দিয়ে

বুকে ভালোবাসা নিয়ে

সব চোখ ফাঁকি দিয়ে

বুকে ভালোবাসা নিয়ে

আসবে , আমায় ভালোবাসবে

ফরেস্ট হিলে এক দুপুরে

কথা ছিলো তুমি আসবে

ফরেস্ট হিলে এক দুপুরে

কথা ছিলো তুমি আসবে

Más De Souls

Ver todologo

Te Podría Gustar