menu-iconlogo
huatong
huatong
souls-ghumonto-shohoreshort-cover-image

Ghumonto Shohore(Short.)

Soulshuatong
_Sommo_huatong
Letras
Grabaciones
ঘুমন্ত শহরে, রূপালী রাতে,

স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে,

কষ্টের শীতল আবরন জড়িয়ে

আমি আছি, আছি, তোমার স্মৃতিতে

ভালবাসার সরল বাধন ছিড়ে,

চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে

তুমি আমি একই শহরে

তবুও একাকী ভিন্ন গ্রহে।

মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে,

অনন্ত প্রেম দিয়েছি উজার করে,

নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে

পথ হেটেছি বাধা দুটি হাতে।

দূর আধারের ভালবাসায় হারাতে,

ছুটে ছিলাম সেই রূপালী রাতে।

Más De Souls

Ver todologo

Te Podría Gustar