menu-iconlogo
huatong
huatong
avatar

Kon se alor swapno(BENGALI) HQ

S.pathakhuatong
💫💦𝕊𝔸ℕ𝕁𝔸𝕐💫ℙ𝔸𝕋ℍ𝔸𝕂💦💫huatong
Letras
Grabaciones
হা আ আ আ

আ হা আ আ আ

~~~~~

কোন সে আলোর স্বপ্ন নিয়ে

যেন আমায়....

কে ডাকে আয় চলে আয়

কোন সে আলোর স্বপ্ন নিয়ে

যেন আমায়....

কে ডাকে আয় চলে আয়

ছায়া নীল সীমানায়

ছড়ায় সোনা সূর্য মেঘের গায়

ডাকে আয়, আয় রে আয়।

~~~~MUSIC~~~~

কোন পাখি তার দুঃসাহসের

ডানা মেলে

যায় হারিয়ে অন্ধ মনের

আঁধার ঠেলে

কোন পাখি তার দুঃসাহসের

ডানা মেলে

যায় হারিয়ে অন্ধ মনের

আঁধার ঠেলে

এই মন সঙ্গী করে

আকাশের নীল নগরে

আমিও যাব রে তারি পাখায়।

কোন সে আলোর স্বপ্ন নিয়ে

যেন আমায়

কে ডাকে আয় চলে আয়।

~~~~MUSIC~~~~

চেনা অচেনার পাড়ে,

ডেকে ডেকে যে আমাকে

নিয়ে যায়, অজানার, অভিসারে,

হয়তো ফিরেও দেখবে না এই

ফেরারি মন

ঘর ছেড়ে ওই শুন্যে ওড়া

পাখির মতন

হয়তো ফিরেও দেখবে না এই

ফেরারি মন

ঘর ছেড়ে ওই শুন্যে ওড়া

পাখির মতন

যাবো দেশে বিদেশে,

যেখানে স্বপ্ন মেশে

সে যদি সামনে এসে

দুহাত বাড়ায়।

কোন সে আলোর স্বপ্ন নিয়ে

যেন আমায়

কে ডাকে আয় চলে আয়।

আ হা হা হা ,আ হা হা হা

উম হুম হুম হুম আ হা হা

Más De S.pathak

Ver todologo

Te Podría Gustar