menu-iconlogo
huatong
huatong
srabani-sen-sedin-dujone-cover-image

Sedin Dujone

Srabani Senhuatong
nhslackerhuatong
Letras
Grabaciones
সেদিন দুজনে

দুলেছিনু বনে

ফুল ডোরে বাঁধা ঝুলনা..

সেদিন দুজনে

দুলেছিনু বনে

ফুল ডোরে বাঁধা ঝুলনা

সেই স্মৃতিটুকু

কভু ক্ষণে ক্ষণে

যেন জাগে মনে

ভুলোনা ভুলোনা ভুলোনা..

সেদিন দুজনে

দুলেছিনু বনে

ফুল ডোরে বাঁধা ঝুলনা

সেদিন দুজনে

দুলেছিনু বনে

ফুল ডোরে বাঁধা ঝুলনা

সেদিন বাতাসে

ছিল তুমি জানো

আমারি মনেরও

প্রলাপ জড়ানো

সেদিন বাতাসে

ছিল তুমি জানো

আমারি মনেরও

প্রলাপ জড়ানো

আকাশে আকাশে

আছিলো ছড়ানো

তোমারও হাসির তুলনা

ভুলোনা ভুলোনা ভুলোনা

সেদিন দুজনে

দুলেছিনু বনে

ফুল ডোরে বাঁধা ঝুলনা

সেদিন দুজনে

দুলেছিনু বনে

ফুল ডোরে বাঁধা ঝুলনা

যেতে যেতে পথে

পূর্ণিমা রাতে

চাঁদ উঠেছিল গগণে

দেখা হয়েছিল

তোমাতে আমাতে

কি জানি কি মহালগনে

চাঁদ উঠেছিল গগণে

যেতে যেতে পথে

পূর্ণিমা রাতে

চাঁদ উঠেছিল গগণে

দেখা হয়েছিল

তোমাতে আমাতে

কি জানি কি মহালগনে

চাঁদ উঠেছিল গগণে

এখন আমার

বেলা নাহি আর

বহিব একাকী বিরহের ভার

এখন আমার

বেলা নাহি আর

বহিব একাকী বিরহের ভার

বাঁধিনু যে রাখী

পরানে তোমার

সে রাখী খুলোনা, খুলোনা

ভুলোনা ভুলোনা ভুলোনা।

সেদিন দুজনে

দুলেছিনু বনে

ফুল ডোরে বাঁধা ঝুলনা

সেদিন দুজনে

দুলেছিনু বনে

ফুল ডোরে বাঁধা ঝুলনা

Más De Srabani Sen

Ver todologo

Te Podría Gustar