menu-iconlogo
huatong
huatong
avatar

Aakash Bhara Hajar Tara

Srikanta Acharya/Sadhana Sargamhuatong
KALYAN1985x00x00_star199huatong
Letras
Grabaciones
Aakash Bhara Hajar Tara

Edit by - Kalyan

F- আকাশ ভরা, হাজার তারা।

কি গান শোনা, তোমায় আমায়।

যে হো হো হো হো হো...

আকাশ ভরা, হাজার তারা।

কি গান শোনা, তোমায় আমায়।

যে হো হো হো হো হো...

M- আলোয় আকা, যে আলপনা।

মায়াবী সুর দিয়ে বোনা।

সে হো হো হো হো হো...

=======

=======

F- ইম ইম ইম...

ইম ইম ইম...

F- দূর আধার সে আকাশে

কি গান তারায় তারায় ভাসে

জানি না সে গান যে কে শোনায়।

«««««««

M- কার চোখের জলের ধারায়

উজ্জ্বল করে রাতের তারা।

দুঃখের ছোয়ায় এ লগন ভরায়

F- কিছু বুঝি না এ মনে

ওও হো. হো হো. হো

M- আলোয় আকা, যে আলপনা।

মায়াবী সুর দিয়ে বোনা।

সে হো হো হো হো হো...

Don't Copy This Track

?

M- রাত আরো নিবিড় হলো

চলো ঘুমের দেশে চলো

সপ্ন দেখি এসো এক সাথে।

«««««««

F- যা পাবার পেতে হবে

তোমায় আমায় যেতে হবে

হও না সঙ্গী সে চলার পথের

M- এসো ঘুমে জাগরণে

ও হো হো ও ও...

F- আকাশ ভরা, হাজার তারা।

কি গান শোনা, তোমায় আমায়।

M- আলোয় আকা, যে আলপনা

মায়াবী সুর দিয়ে বোনা।

F- আকাশ ভরা, হাজার তারা।

কি গান শোনা, তোমায় আমায়।

M+F - যে হো হো হো হো হো...

হো হো হো হো হো...

ধন্যবাদ

Más De Srikanta Acharya/Sadhana Sargam

Ver todologo

Te Podría Gustar