menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Bondhu Hou

Subhamita Banerjeehuatong
sbeals3huatong
Letras
Grabaciones
যদি বন্ধু হও,,

যদি বন্ধু হও

যদি বাড়াও হাত

যেন থামবে ঝড়

মুছে যাবেই রাত

হাসি মুখ তুলে

অভিমান ভুলে

রাঙা সূর্য বলবেই শুপ্রভাত

যদি বন্ধু হও

যদি বন্ধু হও,,

যদি বাড়াও হাত

যেন থামবে ঝড়

মুছে যাবেই রাত

হাসি মুখ তুলে

অভিমান ভুলে

রাঙা সূর্য বলবেই শুপ্রভাত

যদি বন্ধু হও

সবার রঙে মিশলে রঙ

সুরে মিললে সুর

হবে পুরোনো যত দ্বিধা dando দূর

সবার রঙে মিশলে রঙ

সুরে মিললে সুর

হবে পুরোনো যত দ্বিধা dando দূর

যদি ভাগ করে নাও দুঃখ সুখ

বোঝ তোমার আমার নেই তফাত

যদি ভাগ করে নাও দুঃখ সুখ

বোঝ তোমার আমার নেই তফাত

হাসি মুখ তুলে

অভিমান ভুলে

রাঙা সূর্য বলবেই শুপ্রভাত

যদি বন্ধু হও

কেন বন্ধ ঘরে একই অন্ধকার

সব জানলা খুলে আলো আসতে দাও

খোলা হাওয়া আসুক

শত ফুল ফুটুক ছোট পাল তুলে সপ্ন নাও

ফুরিয়ে যাবে সব যখন

যাবে এই জীবন

কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন

ফুরিয়ে যাবে সব যখন

যাবে এই জীবন

কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন

যদি সবার ছাদ হয় এক আকাশ

সব দেয়াল গুলি ভেঙে যায় হঠাৎ

যদি সবার ছাদ হয় এক আকাশ

সব দেয়াল গুলি ভেঙে যায় হঠাৎ

হাসি মুখ তুলে

অভিমান ভুলে রাঙা সূর্য বলবেই শুপ্রভাত

যদি বন্ধু হও

যদি বন্ধু হও,,

যদি বাড়াও হাত

যেন থামবে ঝড়

মুছে যাবেই রাত

হাসি মুখ তুলে অভিমান ভুলে

রাঙা সূর্য বলবেই শুপ্রভাত যদি বন্ধু হও

যদি বন্ধু হও,

Más De Subhamita Banerjee

Ver todologo

Te Podría Gustar

Jodi Bondhu Hou de Subhamita Banerjee - Letras y Covers