menu-iconlogo
huatong
huatong
avatar

ফিরিয়া যদি সে আসে- সুকুমার মিত্র

Subhohuatong
logout.huatong
Letras
Grabaciones
নজরুল সঙ্গীত

রাগঃ রমলা (নজরুলসৃষ্ট)

তালঃ কাহার্‌বা

শিল্পিঃ পন্ডিত সুকুমার মিত্র

অনুরোধঃ চন্দ্রবিন্দু মিউজিক বিডি (CBM FAMILY)

আপলোডঃ শুভ (MMS FAMILY)

আ …

আ …

--- --- ---

ফিরিয়া যদি সে আসে…

আমার খোঁজে ঝরা গোলাবে

আমার খোঁজে ঝরা গোলাবে

আনিয়া সমাধি পাশে

আমার বিদায় বাণী শোনাবে

ঝরা গোলাবে ফিরিয়া যদি সে আসে।।

মিউজিক...

বলিও তারে এখানে এসে

ডাকে যেন মোর নাম ধরে সে

বলিও তারে এখানে এসে

ডাকে যেন মোর নাম ধরে সে

রবাব যবে কাঁদিবে কাঁদিবে

রবাব যবে কাঁদিবে

রমলা সুরের কোমল রেখাবে

আনিয়া সমাধি পাশে

আমার বিদায় বাণী শোনাবে

ঝরা গোলাবে ফিরিয়া যদি সে আসে

ফিরিয়া যদি সে আসে।।

মিউজিক...

তৃষিত মরুর ধুসর গগন

যেমন হেরে মেঘের স্বপন

তৃষিত মরুর ধুসর গগন

যেমন হেরে মেঘের স্বপন

তেমনি দারুণ তিয়াসা লয়ে

কাটিলো আমার বিফল জীবন

তেমনি দারুণ তিয়াসা লয়ে

কাটিলো আমার বিফল জীবন

একটি ফোঁটা আঁখি জল

আঁখি জল

একটি ফোঁটা আঁখি জল

আঁখি জল

একটি ফোঁটা আঁখি জল

আঁখি জল

একটি ফোঁটা আঁখি জল

ঝরে যেন তার হাতের শরাবে

ঝরে যেন তার হাতের শরাবে

আনিয়া সমাধি পাশে

আমার বিদায় বাণী শোনাবে

ঝরা গোলাবে ফিরিয়া যদি সে আসে

ফিরিয়া যদি সে আসে

ফিরিয়া যদি সে আসে।।

ধন্যবাদ।

Más De Subho

Ver todologo

Te Podría Gustar

ফিরিয়া যদি সে আসে- সুকুমার মিত্র de Subho - Letras y Covers