menu-iconlogo
huatong
huatong
subir-sen-ato-sur-ar-ato-gaan-cover-image

Ato sur ar ato gaan

Subir Senhuatong
spaulishuatong
Letras
Grabaciones
এতো সুর আর এতো গান

যদি কোনদিন থেমে যায়

সেইদিন তুমিও তো ওগো

জানি ভুলে যাবে আমায়

এতো সুর আর এতো গান

কতদিন আর এ জীবন

কত আর এ মধু লগন

কতদিন আর এ জীবন

কত আর এ মধু লগন

তবুও তো পেয়েছি তোমায়

তবুও তো পেয়েছি তোমায়

জানি ভুলে যাবে যে আমায়

এতো সুর আর এতো গান

আমি তো গেয়েছি সেই গান

যে গানে দিয়েছিলে প্রাণ

আমি তো গেয়েছি সেই গান

যে গানে দিয়েছিলে প্রাণ

ক্ষতি নেই আজ কিছু আর

ভুলেছি যতো কিছু তার

ক্ষতি নেই আজ কিছু আর

ভুলেছি যতো কিছু তার

এ জীবনে সবই যে হারায়

এ জীবনে সবই যে হারায়

জানি ভুলে যাবে যে আমায়

এতো সুর আর এতো গান

যদি কোনদিন থেমে যায়

সেইদিন তুমিও তো ওগো

জানি ভুলে যাবে আমায়

এতো সুর আর এতো গান

Más De Subir Sen

Ver todologo

Te Podría Gustar