menu-iconlogo
huatong
huatong
avatar

Akasher nile

Sumonhuatong
💠Sumon࿐🇧🇩🄻✪🅂☚huatong
Letras
Grabaciones
আকাশের নীলে

মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া,

মুখের মিছিলে

ধীরে ধীরে ধরা পড়ে যাওয়া।

বলো আর কি হলে বেশ হয়

বলো আর কি হলে বেশ হয়

ঠিক মনের মতো,

হো হো.. এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো?

আকাশের নীলে

মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া।।

বলোনা কোথায় চাও যেতে?

চলো আজ যাই একসাথে,

হলো না কি ঠিক ঠিকানা

দিলো দেখা নীল নিশানা।

সঙ্গেতে রাখো, বুক জুড়ে থাকো

চুপসাগর প্রেমনগরের মায়ায়,

বলো আর কি হলে বেশ হয়

ঠিক মনের মতো,

হো হো.. এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো?

ও.. আকাশের নীলে

মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া।।

হয়েছি কি স্বপ্নেরা নীল

হয়েছো কি লজ্জাতে লাল,

মেলামেশা রোদের ভেলায়

সাতরঙা এ কোন সকাল।

ইচ্ছেরা যত, ঘুম কেড়ে নিত

আজকে তার, না পাওয়ার এ সময়,

বলো আর কি হলে বেশ হয়

ঠিক মনের মতো,

হো হো.. এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হত?

ও আকাশের নীলে

মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া,

হো.. মুখের মিছিলে

ধীরে ধীরে ধরা পড়ে যাওয়া।

বলো আর কি হলে বেশ হয়

ঠিক মনের মতো,

হো হো.. এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো?

ও.. আকাশের নীলে

মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া,

আকাশের নীলে।।

Más De Sumon

Ver todologo

Te Podría Gustar

Akasher nile de Sumon - Letras y Covers