menu-iconlogo
huatong
huatong
Letras
Grabaciones
পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে যাদুর কাঠি

পুজো পুজো আসছে বলে কুমোরটুলি গঙ্গামাটি

গোমড়ামুখো পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে

কিছুতেই মন বসে না, পড়ছে ভাটা সকল কাজে

হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ

মন যে আনচান আমার হলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

মন জুড়ে অন্য হাওয়া, খুশিতে হারিয়ে যাওয়া

অশুভর হবেই নিধন, দুঃখ রবে না

লালপেড়ে নতুন শাড়ি, নবরূপে রং বাহারি

উলুতে করবো বরণ, আসছে ঘরে মা

আগমনী, শঙ্খধ্বনি

কাশবনে ঢেউ উঠেছে

তাই হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ

মন যে আনচান আমার হলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

ছোট ছোট বাচ্চাগুলোর দু'চোখ জুড়ে খুশির আলো

ডালে ডালে শিউলি কুঁড়ি, উৎসবেরই ডাক পাঠালো

পূজাবার্ষিকীর পাতা প্রবীণ মনেও হাতছানি দেয়

বয়সের উড়িয়ে ধুলো ভরিয়ে তোলে আলোর ছোঁয়ায়

হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ

মন যে আনচান আমার হলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

দিন গুনে অপেক্ষাতেই কেটে যায় বছরটাতে

শরতের ডানায় চড়ে দশভূজা মা

মিলনের ভাসিয়ে ভেলা, আবেগের সিঁদুর খেলা

ধুনুচির ছন্দে ওড়ে অপার মহিমা

চন্ডীপাঠে, অঞ্জলিতে

সুরগুলো বাঁধ ভেঙেছে

তাই হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ

মন যে আনচান আমার হলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো

Más De Sunidhi Chauhan/Kaushik-Guddu

Ver todologo

Te Podría Gustar