menu-iconlogo
huatong
huatong
avatar

Amake tumi valobasoni

surjo/Anjalihuatong
SurjoDas_star936huatong
Letras
Grabaciones
আমাকে তুমি ভালোবাসো নি

করেছো শুধু,,, প্রতারণা

আমাকে তুমি ভালোবাসো নি

করেছো শুধু,,, প্রতারণা

আমার হৃদয় নিয়ে খেলেছো খেলা,,

তুমি এতো নিষ্ঠুর জানা ছিলনা

আমাকে তুমি ভালোবাসো নি

করেছো শুধু,,, প্রতারণা

ছিলোনা কি আর কিছু আমাকে দেবার,,

এক বুক যন্ত্রণা দিলে উপহার...

ছিলোনা কি আর কিছু আমাকে দেবার,,

এক বুক যন্ত্রণা,, দিলে উপহার...

থুন’কো কাচের মতো ভেঙেছো আসা,,

হই নাকি একটুও ওনু সুচনা,,

আমাকে তুমি ভালোবাসো নি

করেছো শুধু,,, প্রতারণা

ভেবেছো কি কখনও, তুমি একবার,,,

প্রয়োজন ছিলো কিনা,, আমাকে তোমার,,

ভেবেছো কি কখনও, তুমি একবার,

প্রয়োজন ছিলো কিনা,, আমাকে তোমার

সার্থ পরের মতো, আমাকে ফেলে,,

চলে গেলে আর তুমি ফিরে এলে না,,

আমাকে তুমি ভালোবাসো নি

করেছো শুধু,,, প্রতারণা

আমাকে তুমি ভালোবাসো নি

করেছো শুধু,,, প্রতারণা

আমার হৃদয় নিয়ে খেলেছো খেলা,,

তুমি এতো নিষ্ঠুর জানা ছিলনা

আমাকে তুমি ভালোবাসো নি

করেছো শুধু,,, প্রতারণা....

Más De surjo/Anjali

Ver todologo

Te Podría Gustar