menu-iconlogo
huatong
huatong
Letras
Grabaciones
কে তুমি ?

কেন এখানে ?

কেন এতদিন পরে ?

কে তুমি ?

কেন এখানে ?

কেন এতদিন পরে ?

তুমি কি দেবে আমায় ?

পেছনে ফিরে দেখ তুমি

অপ্রত্যাশিত কোন অতিথি

চোখ ফেরালে বল কেন

ভয় পেয়েছ কি নাকি অরুথী

জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছ আমায়

নিরন্তর ছিলে আমারই ছায়ায়,

তবে চোখ মেলাতে কি বিরোধ?

ভুল করে একটা বার প্রাচীরটা ভেঙ্গে দেখ

জমে আছে কত কথা

ভুল করে বলে নিও

জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা

ভালবাসি কেন যে তোমায়, হবেনা কখনো বুঝা!

জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছ আমায়

নিরন্তর ছিলে আমারই ছায়ায়,

তবে চোখ মেলাতে কি বিরোধ ?

জানে না যে কেউ আমি অবতার!

সমাযের চোখে শুধু তিরষ্কার

ধ্বংস করে দিয়ে সে সংস্কার

পুরনো করেছ দেরী দার সৎকার ।

জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছ আমায়

নিরন্তর ছিলে আমারই ছায়ায়,

তবে চোখ মেলাতে কি বিরোধ ?

ভুল করে একটা বার প্রাচীরটা ভেঙ্গে দেখ

জমে আছে কত কথা

ভুল করে বলে নিও

জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা

ভালবাসি কেন যে তোমায়, হবেনা কখনো বুঝা !

জানি প্রতিটা মূখপাট্য অন্তস্হ

জানি বায়বীয় জগতে যে আমারই থাক,

তবে চোখ মেলাতে কি বিরোধ?

ভুল করে একটা বার প্রাচীরটা ভেঙ্গে দেখ

জমে আছে কত কথা

ভুল করে বলে নিও

জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা

ভালবাসি কেন যে তোমায়, হবেনা কখনো বুঝা!

Más De Tahsan Rahman Khan

Ver todologo

Te Podría Gustar