menu-iconlogo
huatong
huatong
tanmay-kar-kalo-jole-kuchla-tole-cover-image

Kalo Jole Kuchla Tole

Tanmay Karhuatong
adiSayan99huatong
Letras
Grabaciones
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন

আজ সারা না, কাল সারা না পাই যে দরসন ৷

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন

আজ সারা না, কাল সারা না পাই যে দরসন ৷

লদীধারে চাষে বঁধু মিছাই কর আস

ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷

লদীধারে চাষে বঁধু মিছাই কর আস

ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷

চিংরিমাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি

নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?

চিংরিমাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি

নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?

চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়

দেখি সামের বিবেচনা কার ঘরে সামায় ৷

চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়

দেখি সামের বিবেচনা কার ঘরে সামায় ৷

মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা

(আর) যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা ৷

মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা

যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা৷

পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার

দিনেদিনে বাইড়ছে তুমার চুলেরই বাহার ৷

পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার

দিনেদিনে বাইড়ছে তুমার চুলেরই বাহার ৷

কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা

কোঁড় ফুলেতে কিষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা ৷

কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা

কোঁড় ফুলেতে কিষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা ৷

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন

আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷

লদীধারে চাষে বঁধু মিছাই কর আস

ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷

ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস ৷

ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস ৷

ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস ৷

Más De Tanmay Kar

Ver todologo

Te Podría Gustar