menu-iconlogo
huatong
huatong
avatar

Aami Brishtir Kaach Thekey

Taposh/Subir Nandihuatong
mj20azhuatong
Letras
Grabaciones
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি

আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই

আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি

আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোনো লাভ নেই

ও, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি

আমি চাই না হতে কারো প্রেমের আঁচল

আমি চাই না হতে কারো চোখের কাজল

আমি চাই না হতে কারো প্রেমের আঁচল

আমি চাই না হতে কারো চোখের কাজল

আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি

তটিনীর কাছ থেকে চলতে শিখেছি

আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে কোনো লাভ নেই

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি

আমি চাই না হতে কারো মনের অনল

আমি চাই না হতে কারো নয়নের জল

আমি চাই না হতে কারো মনের অনল

আমি চাই না হতে কারো নয়নের জল

আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি

সাগরের কাছ থেকে জানতে শিখেছি

আমায় আর অসীমের ভয় দেখিয়ে কোনো লাভ নেই

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি

আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই

আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি

আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোনো লাভ নেই

ও, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি

Más De Taposh/Subir Nandi

Ver todologo

Te Podría Gustar