menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার প্রেমে পরেছি আমি Tomar Preme Porechi

tarif sifathuatong
neurofenhuatong
Letras
Grabaciones
তোমার প্রেমে পরেছি আমি

দোষ হলে ক্ষমা করে দিও।

তোমার প্রেমে পরেছি আমি

দোষ হলে ক্ষমা করে দিও।

যদি নিরদোষ হই তবে ভালবেসে

আমার হৃদয় ভরে দিও

তোমার প্রেমে পরেছি আমি

দোষ হলে ক্ষমা করে দিও।

আমরা সবাই বন্ধু গ্রুপ

প্রতিটি মানুষ ভালবাসা চায়

এ তো কোন অপরাধ নয়।

প্রতিটি মানুষ ভালবাসা চায়

এ তো কোন অপরাধ নয়।

জীবন ও আছে ভালবাসা নাই

মরে যাবো তাও ভাল হয়।

যদি নিরদোষ হই তবে ভালবেসে

আমায় আপন করে নিও।

তোমার প্রেমে পরেছি আমি

দোষ হলে ক্ষমা করে দিও।

যদি নিরদোষ হই তবে ভালবেসে

আমার হৃদয় ভরে দিও

তোমার প্রেমে পরেছি আমি

দোষ হলে ক্ষমা করে দিও।

সকালের ফুল বিকেলে ঝড়ে

মানুষের জীবন ও যে তাই।

গানের শেষে লাইক দিতে ভুলবেন না প্লিজ

সকালের ফুল বিকেলে ঝড়ে

মানুষের জীবন ও যে তাই।

পলকে জিবন ফুরিয়ে যাবে

কাছে এসো এক হয়ে যাই।

যদি নিরদোষ হই তবে ভালবেসে

আমার দু হাত ভরে নিও।

তোমার প্রেমে পরেছি আমি

দোষ হলে ক্ষমা করে দিও।

যদি নিরদোষ হই তবে ভালবেসে

আমার হৃদয় ভরে দিও

তোমার প্রেমে পরেছি আমি

দোষ হলে ক্ষমা করে দিও।

ধন্যবাদ সবাইকে

Más De tarif sifat

Ver todologo

Te Podría Gustar

তোমার প্রেমে পরেছি আমি Tomar Preme Porechi de tarif sifat - Letras y Covers