menu-iconlogo
huatong
huatong
topu-mon-valo-nei-cover-image

Mon valo nei

Topuhuatong
davneyhurtfuhuatong
Letras
Grabaciones
মন ভালো নেই

বলনা কিছুতেই

তবু বুঝে নেবে

কে আছে

দেখো কেউ কাছে নেই

তবু তুমি এগুবেই

ভাঙা পথ

সাথী কে হবে

যদি কখনো আমায়

মনে পড়ে যায়

খোলো দুয়ার আকাশে

আমি তারাময়

যদি কখনো ছুয়ে

দিতে ইচ্ছে হয়

সাগর হয়ে আজ

জড়াবো তোমায়

কে বল কে

দেখাবে পথ তোমাকে

যদি যাও হারিয়ে

এ শহরে

কে বল কে

দেখাবে পথ তোমাকে

যদি যাও হারিয়ে

এ শহরে

যদি কখনো আমায়

মনে পড়ে যায়

খোলো দুয়ার আকাশে

আমি তারাময়

হাওয়াতে এলো চুল

মুখে এসে পড়ে

যদিনা থাকে তা

কে সরাবে

হাওয়াতে এলো চুল

মুখে এসে পড়ে

যদিনা থাকে তা

কে সরাবে

যদি কখনো আমায়

মনে পড়ে যায়

খোলো দুয়ার আকাশে

আমি তারাময়

যদি কখনো ছুয়ে

দিতে ইচ্ছে হয়

সাগর হয়ে আজ

জড়াবো তোমায়

যদি কখনো আমায়

মনে পড়ে যায়

খোলো দুয়ার আকাশে

আমি তারাময়

যদি কখনো ছুয়ে

দিতে ইচ্ছে হয়

সাগর হয়ে আজ

জড়াবো তোমায়

Más De Topu

Ver todologo

Te Podría Gustar