menu-iconlogo
huatong
huatong
avatar

dure kothao by Farhan

Tousifhuatong
Abc🙂🙂🙂🙂..huatong
Letras
Grabaciones
দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে,

বিরহ ছু’তে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়

এই মনের আহলাদ আসোনা ছুটে।

অনুরাগে ঝরে চাঁদও আজ

এ লগনেও এলেনা,

অনুভব নিশ্চুপ আজ

কথা যে বলেনা।

ভাল যদি বাসো তুমি আমাকে

ছুটে চলে আসোনা।

নীল আচল নিরমল হাওয়া

এ লগনেও এলেনা,

অচেতন থাকে মন

নিষ্প্রান যত ভাবনা।

ভাল যদি বাসো তুমি আমাকে

ছুটে চলে আসোনা।

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে,

বিরহ ছু’তে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়

এই মনের আহলাদ আসোনা ছুটে।

Más De Tousif

Ver todologo

Te Podría Gustar