menu-iconlogo
logo

ABAK PRITHIBI ABAK KORLE TUMI BY UTTHAN GHATAK HEMANTA MUKHERJEE

logo
Letras
অবাক পৃথিবী! অবাক করলে তুমি (Obak Prithibi! Obak Korle tumi)

কথা: সুকান্ত ভট্টাচার্য্য সুর: সলীল চৌধুরী

IST TIME HD MUSIC TRACK BY UTTHAN GHATAK

PLS FLW ON FB AND UTUBE AS utthan.ghatak

অবাক পৃথিবী! অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।(২)

অবাক পৃথিবী! আমরা যে পরাধীন

অবাক, কী দ্রুত জমে ক্রোধ দিন দিন;

অবাক পৃথিবী! অবাক করলে আরো---

দেখি এই দেশে অন্ন নেইকো কারো।

অবাক পৃথিবী! অবাক করলে আরো---

দেখি এই দেশে অন্ন নেইকো কারো।

MUSIC TRACK BY UTTHAN GHATAK

অবাক পৃথিবী! অবাক যে বারবার

দেখি এই দেশে মৃত্যুরই কারবার।

অবাক পৃথিবী! অবাক যে বারবার

দেখি এই দেশে মৃত্যুরই কারবার।

হিসাবের খাতা....... যখনি নিয়েছি হাতে

দেখেছি লিখিত--- ‘রক্ত খরচ’‘(রক্ত খরচ তাতে;)2

এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম,(2)

অবাক পৃথিবী! সেলাম, সেলাম তোমাকে সেলাম!

MUSIC YTRACK BY UTTHAN GHATAK(2)

বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,(2)বিদ্রোহ আজ ......

আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে

বিদ্রোহ চারিদিকে,বিদ্রোহ আজ (2).....

এত বিদ্রোহ কখনো দেখে নি কেউ,দিকে দিকে ওঠে অবাদ্যতার ঢেউ;(2)

MUSIC...

স্বপ্ন-চূড়ার থেকে নেমে এসো সব–শুনেছ? শুনছ উদ্দাম কলরব শুনেছ(2)

নয়া ইতিহাস লিখছে ধর্মঘট;লিখছে নয়া ইতিহাস

লিখছে ধর্মঘট রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট।

প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত,

দেখ আজ তারা সবেগে সমুদ্যত;

তাদেরই দলের পেছনে আমিও আছি,(২)

তাদেরই মধ্যে আমিও যে মরি-বাঁচি।

তাইতো চলেছি দিন-পঞ্জিকা লিখে–

বিদ্রোহ আজ! বিপ্লব চারিদিকে।।

বিদ্রোহ আজ! বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ!

আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে

বিদ্রোহ চারিদিকে,বিদ্রোহ আজ (2).

ABAK PRITHIBI ABAK KORLE TUMI BY UTTHAN GHATAK HEMANTA MUKHERJEE de UTTHAN GHATAK/HEMANTA MUKHERJEE - Letras y Covers