লিরিক্সঃ যে দেশে ..
ছবিঃ খোকা বাবু
বাংলা আমার অহংকার
১ম পার্ট ছেলেII২য় পার্ট মেয়ে
বাংলা সঙ্গীত একাডেমি
ছেলেঃ যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই
ইচেছ করে তরে নিয়ে যাই
যে দেশে শাসন বারন সোনার খাঁচা নাই
ইচ্ছে করে তোরে নিয়ে যাই
প্রিয়া রে জিয়া রে কথা শুনে না
হিয়া টারে কি বলে বুঝাই..
যে দেশে নয়ন বলে স্বপ্ন দেখে যাই
ইচেছ করে তরে নিয়ে যাই
হায়..ইচেছ করে তরে নিয়ে যাই
বাংলা সঙ্গীত একাডেমি
মেয়েঃ ও ও........
মাটিতে, পা রেখে, আকাশে ডানা মেলে
চল্লি তুই সে দেশে
ছেলেঃ ও ও..যেখানে, কখনো,
পাবে না কেউ খুঁজে
চল সেই নিরুদ্দেশে..
মেয়েঃ প্রিয়া রে জিয়া রে করে বাহানা
হিয়া টারে কি বলে বুঝাই..
ছেলেঃ যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই
ইচেছ করে তরে নিয়ে যাই
হায়..ইচেছ করে তরে নিয়ে যাই
বাংলা সঙ্গীত একাডেমি
জানিনা, কেন যে, শুধুই তোর কথা
ভাবতে ভালো লাগে..
মেয়েঃ দু চোখে, এত যে, স্বপ্ন লুকোচুরি
করেনি কেনো আগে
ছেলেঃ প্রিয়া রে জিয়া রে আর মানে না
হিয়া টারে কি বলে বুঝাই..
যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই
ইচেছ করে তরে নিয়ে যাই
যে দেশে শাসন বারন সোনার খাঁচা নাই
ইচ্ছে করে তোরে নিয়ে যাই
প্রিয়া রে জিয়া রে কথা শুনে না
হিয়া টারে কি বলে বুঝাই..
মেয়েঃ যে দেশে নয়ন বলে স্বপ্ন দেখে যাই
ছেলেঃ ইচেছ করে তরে নিয়ে যাই
হায়..ইচেছ করে তরে নিয়ে যাই
বাংলা সঙ্গীত একাডেমি