menu-iconlogo
huatong
huatong
avatar

মন আমার তোর কিনারে

অরিজিৎ সিংhuatong
revvirklehuatong
Paroles
Enregistrements
মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে নারে

এবার ভালবাসতে আয়

আরো নতুন নতুন মিউজিক পেতে

আমাকে ফলো দিয়ে একটিভ থাকুন

মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে নারে

এবার ভালবাসতে আয়

তোর ছায়ার সঙ্গী হব

দুহাতে প্রেম কুড়োবো

আমাকে চুপটি করে

মনের কথা বলতে আয়

আমি যেতে পারি

হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা ওঠে

আমার কপালে জোটে

দারুন খুশির দল

কে তুই বল...

কে তুই বল

কে তুই বল...

কে তুই বল

মিউজিকে যদি লাইক দিতে না পারেন

প্লিজ ডিসলাইক দিবেন না

উড়তে চাওয়ার ইচ্ছে হতেই

এলাম কাছে তোর

উড়তে বসে তুই তাকালে

মনেরি শহর

একটু দূরেই ডাকছে জীবন

যাচ্ছি চলে তাই

ভাবছি তোকে আঁকছি কত

রঙিন বাহানায়

যদি মনে ধরে

আমায় সঙ্গে করে

মেঘের মুলুকে চল

তোর কথা ওঠে

আমার কপালে জোটে

দারুন খুশির দল

কে তুই বল...

কে তুই বল

কে তুই বল...

কে তুই বল

মিউজিকে যদি লাইক দিতে না পারেন

প্লিজ ডিসলাইক দিবেন না

তোর আঁচলের গন্ধে আছে

চিনতে পারার সুখ

টানলে কাছে লজ্জা তে তোর

নেমেছে চিবুক

কল্পনাদের আস্কারা দি

ইচ্ছে গাছে জল

অল্প আলো অল্প ছায়ার

গল্প আমায় বল

আমি যেতে পারি

হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা ওঠে

আমার কপালে জোটে

দারুন খুশির দল

কে তুই বল...

কে তুই বল

কে তুই বল...

কে তুই বল

মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে নারে

এবার ভালবাসতে আয়

তোর ছায়ার সঙ্গী হব

দুহাতে প্রেম কুড়োবো

আমাকে চুপটি করে

মনের কথা বলতে আয়

আমি যেতে পারি

হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা ওঠে

আমার কপালে জোটে

দারুন খুশির দল

কে তুই বল...

কে তুই বল

কে তুই বল...

কে তুই বল

কে তুই বল...

কে তুই বল

কে তুই বল...

কে তুই বল।

Thank you.

Davantage de অরিজিৎ সিং

Voir toutlogo

Vous Pourriez Aimer