যেওনা চলে বন্ধু
আমায় একা রেখে
যেওনা চলে বন্ধু
আমায় একা রেখে
খানিক বাদে রং লাগিবে
আসমানের ঐ বাঁকে
খানিক বাদে রং লাগিবে
আসমানের ঐ বাঁকে
(Don't Forget To Like& Follow me)
ByMotaleb
সাঁঝের আলোয় তোমার হাঁসি
দেখতে কেমন লাগে,
জানতে আমার স্বাধ হয়েছে
অনেক অনেক দিন আগে,
খানিক বাদে রং লাগিবে
আসমানের ঐ বাঁকে
খানিক বাদে রং লাগিবে
আসমানের ঐ বাঁকে
এতো বেলা থাকলে যখন
আর না হয় থাকো কিছুক্ষন,
এতো ভালোবাসলে যখন
এই আশাও করো পুরণ,
খানিক বাদে রং লাগিবে
আসমানের ঐ বাঁকে
খানিক বাদে রং লাগিবে
আসমানের ঐ বাঁকে
যেওনা চলে বন্ধু
আমায় একা রেখে
যেওনা চলে বন্ধু
আমায় একা রেখে
খানিক বাদে রং লাগিবে
আসমানের ঐ বাঁকে
খানিক বাদে রং লাগিবে
আসমানের ঐ বাঁকে
খানিক বাদে রং লাগিবে
আসমানের ঐ বাঁকে
খানিক বাদে রং লাগিবে
আসমানের ঐ বাঁকে