গজলঃ রহমতে আলম নুরে মুজাচ্ছম
চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ ফ্যামিলি ক্যাপ্টেন
আপলোডঃ সোহেল রানা পি এস ফ্যামিলি
রহমতে আলম নূরে মোজাচ্ছম
রহমত আলম নূরে মুজাচ্ছাম,
সাহাবীরা আতর বানায় ঐ নবিজির ঘাম
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম
তুমি রহমতে আলম নুরে মুজাচ্ছম
রহমতে আলম নুরে মুজাচ্ছম
সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম
সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম
সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম
সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম
শোন মান জান, কেমন আমার নবীজি,
জাহার পাগল চন্দ্রে সূর্য তারকা রাজি,
জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি
শোন মানো যান কেমন আমার নবীজি
জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে
জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি
তোমরা আরো সুনবানি সুন্দর কাহিনী
আরো সুনবানি সুন্দর কাহিনী
জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম ।
জান্নতের ওই রুমে রুমে লেখা নবীর নাম
নবী রহমতে আলম নুরে মুজাচ্ছম
রহমতে আলম নুরে মুজাচ্ছম
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম
সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম
সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম
উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম
যাকে ধরে খুদবা দিতেন রসূলে আকরাম
যাকে ধরে খুদবা দিতেন রসূলে আকরাম
উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম
যাকে ধরে খুদবা দিতেন রসূলে আকরাম
যাকে ধরে খুদবা দিতেন রসূলে আকরাম
গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে
গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে
হতভাগ হয় দেখে যত সাহাবায় একরাম
হতবাক হয় দেখে যত সাহাবা একরাম
নবী রহমতে আলম নুরে মুজাচ্ছম
রহমতে আলম নুরে মুজাচ্ছম
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম
সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম
সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম