কতোটা দুঃখ দেবে তুমি / আসিফ
? নুর মিউজিক পয়েন্ট?
═════════════════
কতোটা দুঃখ দেবে তুমি
আমি দুঃখকে ভয় করিনা
শহস্রবার আঘাত করলেও
তবু করুনা তোমার চাইনা
তুমি চাইলে দিতে পারো
আরো অনেক বেশি ব্যাথা বেদনা
কতোটা দুঃখ দেবে তুমি
আমি দুঃখকে ভয় করিনা
শহস্রবার আঘাত করলেও
তবু করুনা তোমার চাইনা
তুমি চাইলে দিতে পারো
আরো অনেক বেশি ব্যাথা বেদনা
ও কতোটা দুঃখ দেবে তুমি
আমি দুঃখকে ভয় করিনা,,
Choice By ?_Noor__FF
═•⊰ ⊱•═•⊰ ⊱•═•⊰ ⊱•═
কথা না রাখা তোমার সাঁজে
আমার বেলায় তা সাঁজেনা
নিষ্ঠুরতা তোমাকে মানায়
কষ্ট দিতে তাই বাঁধেনা
<==========><==========>
কথা না রাখা তোমার সাঁজে
আমার বেলায় তা সাঁজেনা
নিষ্ঠুরতা তোমাকে মানায়
কষ্ট দিতে তাই বাঁধেনা
তুমি চাইলে দিতে পারো
আরো অনেক বেশি ব্যাথা বেদনা
ও কতোটা দুঃখ দেবে তুমি
আমি দুঃখকে ভয় করিনা,,
? নুর মিউজিক পয়েন্ট ?
═════════════════
ভালোনা বেসে ভালবাসার
করেছো অনেক বড় ছলনা
হৃদয় বলে আছে কি তোমার
হৃদয়ের পিছুটান বোঝনা
<==========><==========>
ভালোনা বেসে ভালবাসার
করেছো অনেক বড় ছলনা
হৃদয় বলে আছে কি তোমার
হৃদয়ের পিছুটান বোঝনা
তুমি চাইলে দিতে পারো
আরো অনেক বেশি ব্যাথা বেদনা
ও কতোটা দুঃখ দেবে তুমি
আমি দুঃখকে ভয় করিনা
শহস্রবার আঘাত করলেও
তবু করুনা তোমার চাইনা
তুমি চাইলে দিতে পারো
আরো অনেক বেশি ব্যাথা বেদনা
কতোটা দুঃখ দেবে তুমি
আমি দুঃখকে ভয় করিনা...
Share