menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhu tore valobashi

আমিনাhuatong
SKNASIMROCKhuatong
Paroles
Enregistrements
স্বপ্ন দেখি আমি

তোরে নিয়া হায়

চইলা গেছস দূরে

কোন সে অজানায়

তোরে ছাড়া আমার

আর ভালা লাগে না

কত ভালোবাসি

তুই কেন বুঝিস না

আমার মনটা ভাঙ্গিয়া

তুই হারাই গেলি দূরে

তুই আয় না ফিরে আবার

এই মনেরি ঘরে

তুই চায়া দেখ না ফিরে

আর একটা বার ঘুরে

আমি রাখবো তোকে জতন করে

পিঞ্জিরার ভিতর

বন্ধু তোরে ভালো বাসি

আমার নিজের চেয়েও বেশি

তোরে না পাইলে মইরা জামু

গলায় দিয়া ফাসি

বন্ধু তোরে ভালো বাসি

আমার নিজের চেয়েও বেশি

না পাইলে মইরা জামু

গলায় দিয়া ফাসি

আমার নিজের থেকে বেশি

তুমারে ভালো বাসি

তুমি বানাইয়া রাখো আমায়

তুমার মনের দাসী

আমার আসেনা গুম

না দেখলে তোমার হাসি

তুমি নিজেও জানোনা

তোমায় কত ভালবাসি

আমি খাইতেছি তোমার প্রেমের

ভালোবাসার ঢেউ

আমার এই মনেতে তুমি ছাড়া

থাকেনা কেউ

বানামু আমি তুমি

সাজাইয়া দেও তোমার

ছারমো না কোনো দিনও হাত

বাড়ায়া দাও

আমার স্বপ্ন ইচ্ছা সব

তোমরে নিয়া

তুমি যেওয়া হারাইয়া দূরে

সরাইয়া দিয়া

তোমায় রাকমু সাজাইয়া

মনে যত্ন করিয়া

তুমি দাওনা সুজোক আমাকে

একবার দিয়া

তোমায় কোয়ার লুমু বিয়া

আমি কাজী ডাক দিয়া

বউ সাজাইয়া নিয়ে যাবো

ঘোড়া গাড়ি করিয়া

আমি জানাইয়া দিব তোমার

বাপেরে গিয়া

তোমায় না পাইলে মইরা জামু

গলায় দরি দিয়া

বন্ধু তোরে ভালো বাসি

আমার নিজের চেয়েও বেশি

তোরে না পাইলে মইরা জামু

গলায় দিয়া ফাসি

বন্ধু তোরে ভালো বাসি

আমার নিজের চেয়েও বেশি

তোরে না পাইলে মইরা জামু

গলায় দিয়া ফাসি

বন্ধু তোরে ভালো বাসি

আমার নিজের চেয়েও বেশি

তোরে না পাইলে মইরা জামু

গলায় দিয়া ফাসি

বন্ধু তোরে ভালো বাসি

আমার নিজের চেয়েও বেশি

তোরে না পাইলে মইরা জামু

গলায় দিয়া ফাসি

বন্ধু তোরে ভালো বাসি

আমার নিজের চেয়েও বেশি

তোরে না পাইলে মইরা জামু

গলায় দিয়া ফাসি

Davantage de আমিনা

Voir toutlogo

Vous Pourriez Aimer

Bondhu tore valobashi par আমিনা - Paroles et Couvertures