menu-iconlogo
huatong
huatong
avatar

সবুজের বুকে লাল সেতো উড়বেই

আসিফ আকবরhuatong
pau.bazhuatong
Paroles
Enregistrements
উৎ পেতে থাকা শেয়াল শকুন

উৎ পেতে থাকা হায়না

ধবংসের খেলা খেলে চলে যারা

মানুষের ভাল চায়না

তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা

স্বাধীন দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা

স্বাধীন দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা

সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল

সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল

সবুজের বুকে লাল সেতো উড়বেই চিরকাল

সবুজের বুকে লাল সেতো উড়বেই চিরকাল

দোয়েলের গান ফসলের ঘ্রান

রূপালী জোছনা রাত

এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কাল হাত

ও..দোয়েলের গান ফসলের ঘ্রান

রূপালী জোছনা রাত

এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কাল হাত

বায়ান্ন আর একাত্তরের চেতনায় আছি মাখা

স্বাধীন দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা

স্বাধীন দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা

সবুজের বুকে লাল সেতো উড়বেই চিরকাল

সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল

সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল

সবুজের বুকে লাল সেতো উড়বেই চিরকাল

হাতে হাত ধরে একসাথে লড়ে

রুখবই সন্ত্রাস

এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস

ও হাতে হাত ধরে একসাথে লড়ে

রুখবই সন্ত্রাস

এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস

এশপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা

স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা

স্বাধীন দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা

সবুজের বুকে লাল সেতো উড়বেই চিরকাল

সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল

সবুজের বুকে লাল সেতো উড়বেই চিরকাল

সবুজের বুকে লাল সেতো উড়বেই চিরকাল

উৎ পেতে থাকা শেয়াল শকুন

উৎ পেতে থাকা হায়না

ধবংসের খেলা খেলে চলে যারা

মানুষের ভাল চায়না

তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা

স্বাধীন দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা

স্বাধীন দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা

সবুজের বুকে লাল সেতো উড়বেই চিরকাল

সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল

সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল

সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল

Davantage de আসিফ আকবর

Voir toutlogo

Vous Pourriez Aimer