menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি তোমার প্রয়োজনে

ইমন খানhuatong
꧁🌸𝑅𝑁╭⊱𝑅𝐴𝐾𝐼𝐵⊱╮🌸꧂huatong
Paroles
Enregistrements

০০:২৩~তুমি তোমার প্রয়োজনে আমার কাছে এসেছিলে,আজ তোমার প্রয়োজন শেষ তাই আমাকে গেছো তুমি ভুলে,ও...আমাকে গেছো তুমি ভুলে..

০০:৫০~ভালবাসনি তুমি দিয়ে গেছো এবুকে শুধু হাহাকার,

সবইতো হয়েছে তোমার, তাই আমাকে নেই আর কিছুই দেবার..ও..আমাকে নেই আর কিছুই দেবার..

০১:৪০~তুমি সুখ পেয়েছ বলে তোমার আমার মাঝে আকাশ মাটির ব্যাবধান....,আকাশ মাটির ব্যাবধান,

০১:৫৯~আধারে রেখে যাবে যদি আমাকে কেন করেছিলে মনের আদান-প্রদান, কুয়াশাতে ঢেকে দিলে আমার দুটি চোখ মন ভাঙ্গার করে অভিচার.....

০২:২২~সবইতো হয়েছে তোমার, তাই আমাকে নেই আর কিছুই দেবার..ও...আমাকে নেই আর কিছুই দেবার..

০৩:০৩~তুমি এবুকে আগুন জ্বেলে, সুখের ডানা মেলে উড়াল দিয়েছ কোথায়....উড়াল দিয়েছ কোথায়...

০৩:২২~ভালবাসার মানে যদি জানতে,তাহলে কি দিতে বারি আমার মাথায়,..ঝরে ফুলের মত ঝরে গেলে তুমি দুঃখ দিয়ে উপহার...

০৩:৪৫~সবইতো হয়েছে তোমার, তাই আমাকে নেই আর কিছুই দেবার..ও..আমাকে নেই আর কিছুই দেবার..

০৪:০২~তুমি তোমার প্রয়োজনে আমার কাছে এসেছিলে...,আজ তোমার প্রয়োজন শেষ তাই আমাকে গেছো তুমি ভুলে,ও...আমাকে গেছো তুমি ভুলে..

০৪:৩০~ভালবাসনি তুমি দিয়ে গেছো এবুকে শুধু হাহাকার,

সবইতো হয়েছে তোমার, তাই আমাকে নেই আর কিছুই দেবার..ও..আমাকে নেই আর কিছুই দেবার..

ধন্যবাদ সবাইকে

Davantage de ইমন খান

Voir toutlogo

Vous Pourriez Aimer