menu-iconlogo
huatong
huatong
avatar

বন্ধু তুমি রইলা কই আর আমায়/আপলোড ইলিয়াস

ইমরানhuatong
◉⃝❤⃝🅴🅻🅸🅰🆂_𝐒𝐁𝐅◄◉⃝❤⃝🕊huatong
Paroles
Enregistrements
গান: বন্ধু তুমি রইলা কই

শিল্পী: ইমরান।

শিশির=[বিন্দু]=ফ্যামিলি

Music Composer:Elias/02

Upload_Music_Elias

۩════Start════۩

বন্ধু তুমি রইলা কই আর আমায় রাখলা কই

প্রেমের গাছে উঠাইয়া কাইরা নিলা মই

ছোট্ট একটা বুকে এতো জ্বালা কেন সই

====~====

বন্ধু তুমি রইলা কই আর আমায় রাখলা কই

প্রেমের গাছে উঠাইয়া কাইরা নিলা মই

ছোট্ট একটা বুকে এতো জ্বালা কেন সই

বন্ধু তুমি রইলা কই আর আমায় রাখলা কই

বন্ধু তুমি রইলা কই আর আমায় রাখলা কই

====~====~====

আরও সুন্দর সুন্দর গানের জন্য

আমার I'd duet Option চেক করতে পারেন।

ফলো: 62142059126

লিরিক্স<কমপ্লিট>ইলিয়াস

۩═আপলোড বাই ইলিয়াস═۩

====~====~====

বন্ধু তুমি কেন করো এমন

দিনরাত জলে আমার বুকে আগুন

====~====

বন্ধু তুমি কেন করো এমন

দিনরাত জলে আমার বুকে আগুন

আমি কইতেও পারিনা সইতেও পারিনা

দুঃখ কারে কইরে কইরে কই

তুমি রইলা কই আর আমায় রাখলা কই

বন্ধু তুমি রইলা কই আর আমায় রাখলা কই

====~====~====

শিশির~বিন্দু~ফ্যামিলি

আপলোড~বাই~ইলিয়াস

====~====~====

ধুকধুক করে মোর বুকের ভিতর

কখন জানি বন্ধু আমার কইরা দেয় পর

====~====

ধুকধুক করে মোর বুকের ভিতর

কখন জানি বন্ধু আমার কইরা দেয় পর

আমার ভাঙ্গা বুকের পুষের অনন

কেমনে বলো সইরে সইরে সই

বন্ধু তুমি রইলা কই আর আমায় রাখলা কই

প্রেমের গাছে উঠাইয়া কাইরা নিলা মই

ছোট্ট একটা বুকে এতো জ্বালা কেন সই

====~====

বন্ধু তুমি রইলা কই আর আমায় রাখলা কই

প্রেমের গাছে উঠাইয়া কাইরা নিলা মই

ছোট্ট একটা বুকে এতো জ্বালা কেন সই

বন্ধু তুমি রইলা কই আর আমায় রাখলা কই

বন্ধু তুমি রইলা কই আর আমায় রাখলা কই

Thank you so much

Davantage de ইমরান

Voir toutlogo

Vous Pourriez Aimer