একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হবো
একদিন আমি এই তারুণ্যকে হারাবো...
নিষ্প্রাণ দেহ নিয়ে স্বপ্নকে ইতি দিয়ে
নিষ্প্রাণ দেহ নিয়ে স্বপ্নকে ইতি দিয়ে
পৃথিবী থেকে বিদায় নেব
একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হবো
একদিন আমি এই তারুণ্যকে হারাবো...
ছন্দ হারাবে জীবনের কবিতা,
ফ্রেমে বাঁধা পড়বে চঞ্চল ছবিটা
ছন্দ হারাবে জীবনের কবিতা,
ফ্রেমে বাঁধা পড়বে চঞ্চল ছবিটা
স্মৃতির ডায়েরী খুলে প্রিয়জন কাঁদবে..
শান্তনা দিতে নাহি পারবো..
একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হবো
একদিন আমি এই তারুণ্যকে হারাবো...
বন্ধ হয়ে গেলে, সময়ের ঘড়িটা
সুতো ছিড়ে পালাবে, স্বপ্নের ঘুড়িটা।
বন্ধ হয়ে গেলে, সময়ের ঘড়িটা,
সুতো ছিড়ে পালাবে, স্বপ্নের ঘুড়িটা।
ঋণের বোঝা নিয়ে, দেহ নুয়ে পড়বে।
নিয়তির কাছে আমি হারবো..
একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হবো..
একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হবো
একদিন আমি এই তারুণ্যকে হারাবো..
নিষ্প্রাণ দেহ নিয়ে, স্বপ্নকে ইতি দিয়ে
নিষ্প্রাণ দেহ নিয়ে, স্বপ্নকে ইতি দিয়ে
পৃথিবী থেকে বিদায় নেব
একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হবো
একদিন আমি এই তারুণ্যকে হারাবো..