menu-iconlogo
huatong
huatong
avatar

সুনার মদীনা আমার প্রাণের মদিনা

ইসলামী গজলhuatong
fuzzbot7huatong
Paroles
Enregistrements
সোনার মদিনা আমার প্রানের মদিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

ভুলিনি,ভুলবনা ভুলতে পারিনা...আ

ভুলিনি,ভুলবনা ভুলতে পারিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

তুমি ছিলে ইহছরাব নামের অলুখনের দেশ

বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ।

তুমি ছিলে ইহছরাব নামের অলুখনের দেশ

বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ।

নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা

নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা।

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

আরশ মোয়াল্লার চেয়ে বড় তুমি হও

খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও।

আরশ মোয়াল্লার চেয়ে বড় তুমি হও

খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও

(কেন)তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা

তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন

খাকে শিফার অধিকারী তোমায় করেছেন

জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন

কাকে শিপার অধিকারী তোমায় করেছেন

(আরে)তোমার বুকে প্রবাহিত নূরেরী ঝর্না

তোমার বুকে প্রবাহিত নূরেরী ঝর্না

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

তোমার বুকে আমার নবীর কদম পড়েছে

তোমার বুকে জিব্রাইল আমিন সদায় এসেছেন,

তোমার বুকে আমার নবীর কদম পড়েছে

তোমার বুকে জিব্রাইল আমিন সদায় এসেছেন

অধম গোলাম কেমন করে যাব মদিনা ।

অধম গোলাম কেমন করে যাব মদিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

ভুলিনি,ভুলবনা ভুলতে পারিনা...আ

ভুলিনি,ভুলবনা ভুলতে পারিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি

–ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ

Davantage de ইসলামী গজল

Voir toutlogo

Vous Pourriez Aimer