menu-iconlogo
logo

*যেটুকু সময় তুমি থাকো কাছে

logo
Paroles
ছেলেঃ যেটুকু সময় তুমি থাকো কাছে

মনে হয় এ দেহে প্রান আছে

বাকিটা সময় যেনো মরন আমার

এইনা হৃদয় জুড়ে নেমে আসে

বাকিটা সময় যেনো মরন আমার

এইনা হৃদয় জুড়ে নেমে আসে

মেয়েঃ যেটুকু সময় তুমি থাকো কাছে

মনে হয় এ দেহে প্রান আছে

বাকিটা সময় যেনো মরন আমার

এইনা হৃদয় জুড়ে নেমে আসে

বাকিটা সময় যেনো মরন আমার

এইনা হৃদয় জুড়ে নেমে আসে

ছেলেঃ তোমার ভালোবাসা বুকে

যেন নিঃশ্বাস হয়ে আছে

মেয়েঃ আমি ঋণী চিরদিনই..

তাই তোমারি যে কাছে..

যেন নিঃশ্বাস হয়ে আছে

মেয়েঃ আমি ঋণী চিরদিনই..

তাই তোমারই যে কাছে..

ছেলেঃ দুটি হাতে হাত রেখে থেকো গো পাশে

মেয়েঃ যেটুকু সময় তুমি থাকো কাছে

মনে হয় এ দেহে প্রান আছে

বাকিটা সময় যেনো মরন আমার..

এইনা হৃদয় জুড়ে নেমে আসে

বাকিটা সময় যেনো মরন আমার..

এইনা হৃদয় জুড়ে নেমে আসে

তোমার ভালোবাসা যেন

দুটি নয়নেরই আলো..

ছেলেঃ আমার অন্তর আত্মা তুমি

তোমায় বাসি এতো ভালো..

দুটি নয়নেরই আলো..

ছেলেঃ আমার অন্তর আত্মা তুমি

তোমায় বাসি এতো ভালো

মেয়েঃ স্বয়নেতে স্বপনেতে মুখটি ভাসে

ছেলেঃ যেটুকু সময় তুমি থাকো কাছে

মনে হয় এ দেহে প্রান আছে

বাকিটা সময় যেনো মরন আমার

এইনা হৃদয় জুড়ে নেমে আসে

বাকিটা সময় যেনো মরন আমার

এইনা হৃদয় জুড়ে নেমে আসে

মেয়েঃ যেটুকু সময় তুমি থাকো কাছে

মনে হয় এ দেহে প্রান আছে

বাকিটা সময় যেনো মরন আমার.

এইনা হৃদয় জুড়ে নেমে আসে

লা...লা...লা...লা...লা..

হুম..হুম.. হুম.. হুম.. হুম

*যেটুকু সময় তুমি থাকো কাছে par এন্ড্রু কিশোর ও কনকচাঁপা/ফায়ার - Paroles et Couvertures