menu-iconlogo
huatong
huatong
avatar

আরও আগে কেন তুমি এলেনা

কনক চাঁপা/আইয়ুব বাচ্ছুhuatong
klogeste1huatong
Paroles
Enregistrements
আরও আগে.. কেন তুমি এলেনা

আরও আগে..কেন তুমি এলেনা

দিনগুলো কেটে গেলো..

খুঁজে তোমার ঠিকানা..

আরও আগে..কেন তুমি এলেনা

আরও আগে..কেন তুমি এলেনা

দিনগুলো কেটে গেলো..

খুঁজে তোমার ঠিকানা..

আরও আগে.. কেন তুমি এলেনা

মনেরই জানালা ধরে..

দিয়েছো তুমি উঁকি ..

চোখেরি দরজা খুলে..

হয়েছো মুখোমুখি..

মনেরই জানালা ধরে..

দিয়েছো তুমি উঁকি ..

চোখেরি দরজা খুলে..

হয়েছো মুখোমুখি

এখন তো তুমি ছাড়া..

আমি যে দিশেহারা..

জড়িয়ে রাখবো তোমায়..

কভু হারাতে দেবো না..

আরও আগে..কেন তুমি এলেনা

আরও আগে.. কেন তুমি এলেনা

না বলা ভাষা দিয়েয়ে..

লিখেছো প্রেমের চিঠি..

তাঁরারা অবাক হয়ে..

হাঁসে যে মিটিমিটি..

না বলা ভাষা দিয়ে..

লিখেছো প্রেমের চিঠি..

তাঁরারা অবাক হয়ে..

হাঁসে যে মিটিমিটি..

আবেশে আকূল হয়ে..

নিঃশ্বাসে ছোঁয়া লয়ে.

কাটাবো সময় গুলো..

আর ফিরে তো যাবো না..

আরও আগে.. কেন তুমি এলেনা

আরও আগে.. কেন তুমি এলেনা

দিনগুলো কেটে গেলো..

খুঁজে তোমার ঠিকানা..

আরও আগে..কেন তুমি এলেনা

ধন্যবাদ

Davantage de কনক চাঁপা/আইয়ুব বাচ্ছু

Voir toutlogo

Vous Pourriez Aimer