menu-iconlogo
huatong
huatong
-abar-valobasar-cover-image

আবার ভালোবাসার সাধ জাগে Abar valobasar

নজরুল গীতিhuatong
steve_michienzi07huatong
Paroles
Enregistrements
আবার ভালোবাসার সাধ জাগে

নজরুল গীতি

This track

আবার.. ভালোবাসার সাধ জাগে

আবার.. ভালোবাসার সাধ জাগে

সেই পুরাতন চাঁদ

সেই পুরাতন চাঁদ

আমার চোখে আজ নূতন লাগে

আবার.. ভালোবাসার সাধ জাগে

জাগে.. ভালোবাসার সাধ জাগে।

This track

CFS

যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে

সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে,

যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে

সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে,

উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায়,

উদাসীন হিয়া হায় রেঙে উঠে অবেলায়,

সোনার গোধূলি রাগে

আবার.. ভালোবাসার সাধ জাগে।

This track

CFS

আবার ফাগুন সমীর, কেন বহে

আমার ভুবন ভরি,কেঁদে ওঠে বাঁশরী,

আমার ভুবন ভরি,কেঁদে ওঠে বাঁশরী,

অসীম বিরহে

আবার ফাগুন সমীর, কেন বহে

Music

তপোবনের বুকে ঝর্ণা সম

কে এলে সহসা হে প্রিয়তম,

তপোবনের বুকে ঝর্ণা সম

কে এলে সহসা হে প্রিয়তম,

মাথুরের গোকুল সহসা রাঙাইলে

মাথুরের গোকুল সহসা রাঙাইলে

রাসের কুমকুম ফাগে

ভালোবাসার সাধ জাগে

জাগে..ভালোবাসার সাধ জাগে

আবার...ভালোবাসার সাধ জাগে

সেই পুরাতন চাঁদ

সেই পুরাতন চাঁদ

আমার চোখে আজ নূতন লাগে

আবার..ভালোবাসার সাধ জাগে।

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Davantage de নজরুল গীতি

Voir toutlogo

Vous Pourriez Aimer