menu-iconlogo
huatong
huatong
--cover-image

এত জল ও কাজল চোখে

নজরুল গীতিhuatong
sideslidincowpokehuatong
Paroles
Enregistrements
এত জল ও – কাজল চোখে

(নজরুল গীতি)

এত জল ও–কাজল চোখে

পাষানী আনলে বল কে?

টলমল জল মোতির মালা

দুলিছে ঝালর–পলকে,

এত জল ও–কাজল চোখে

পাষানী আনলে বল কে?

টলমল জল মোতির মালা

দুলিছে ঝালর–পলকে,

এত জল ।

দিল কি পুব–হাওয়াতে দোল

বুকে কি বিঁধিল কেয়া ?

দিল কি পুব–হাওয়াতে দোল

বুকে কি বিঁধিল কেয়া?

কাঁদিয়া উঠিলে গগন

এলায়ে ঝামর অলকে,

টলমল জল মোতির মালা

দুলিছে ঝালর–পলকে,

এত জল ও–কাজল চোখে

পাষানী আনলে বল কে?

টলমল জল মোতির মালা

দুলিছে ঝালর–পলকে,

এত জল ।

যে পথে নীরবরণে যাও

বসে রই সে পথ – পাশে

দেখি নিতি কার পানে চাহি

কলসীর সলিল ছলকে....,

বুকে তোর ,

বুকে তোর সাত সাগরের জল

পিপাসা মিটল না কবি ,

বুকে তোর সাত সাগরের জল

পিপাসা মিটল না কবি,

ফটিক–জল ! জল খুঁজিস যেথায়

কেবলি তড়িৎ ঝলকে,

টলমল জল মোতির মালা

দুলিছে ঝালর–পলকে,

এত জল ও–কাজল চোখে

পাষানী আনলে বল কে?

টলমল জল মোতির মালা

দুলিছে ঝালর–পলকে,

এত জল ।

Davantage de নজরুল গীতি

Voir toutlogo

Vous Pourriez Aimer