menu-iconlogo
huatong
huatong
-ami-ekta-jinda-lash-original-track-cover-image

Ami Ekta Jinda Lash_Original Track

নবধারাhuatong
༄bᵈ᭄🍁𝕄ℝ.𝕊𝔸𝕄🍁࿐নবধারাhuatong
Paroles
Enregistrements
নবধারা সংগীত ভুবন

Mr.Sam

আমি একটা জিন্দা লাশ

কাটিস না রে জংলার বাঁশ

আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না...

আমি পীড়িতের অনলে পোড়া

মরার পরে আমায় পুড়িস না

তোরা - মরার পরে আমায় পুড়িস না।

আমি একটা জিন্দা লাশ

কাটিস না রে জংলার বাঁশ

আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না

আমি পীড়িতের অনলে পোড়া

মরার পরে আমায় পুড়িস না

তোরা - মরার পরে আমায় পুড়িস না।

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

প্রেমে পোড়া যায় না চেনা

দেইখা শুধু মুখ

চেনা যায় যার জীবনে নাই

একটুখানি সুখ

হায়রে একটুখানি সুখ!

আমি যদি যাইগো মরে

আমার লাশটা বুকে ধরে

আমি যদি যাইগো মরে

আমার লাশটা বুকে ধরে

আমার লাইগা বন্ধু তোরা

কান্না জুড়িস না...

আমি পীড়িতের অনলে পোড়া

মরার পরে আমায় পুড়িস না

তোরা - মরার পরে আমায় পুড়িস না।

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

বুকের ভিতর মারল অন্তর

সর্বহারা শোক..

আমার মতো কষ্ট যেন

পায় না কোন লোক

হায়রে - পায়না কোন লোক.

মনেরে বুঝাইলাম কত

হইল না যে মনের মত

মনেরে বুঝাইলাম কত

হইল না যে মনের মত

মিছে আশায় তারই পিছে

মন আর ঘুরিস না...

আমি পীড়িতের অনলে পোড়া

মরার পরে আমায় পুড়িস না

তোরা - মরার পরে আমায় পুড়িস না।

আমি একটা জিন্দা লাশ

কাটিস না রে জংলার বাঁশ

আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না

আমি পীড়িতের অনলে পোড়া

মরার পরে আমায় পুড়িস না

তোরা - মরার পরে আমায় পুড়িস না।

Davantage de নবধারা

Voir toutlogo

Vous Pourriez Aimer