menu-iconlogo
huatong
huatong
avatar

একদিন সব ছেড়ে চলে যাবো বহুদূরে

নাসিরhuatong
𓅓.⚔⃟𝐑𝐔𝐁𝐄𝐋⚔⃟🇧🇩🇧🇷𝄞🅢🅣🅢𝄞huatong
Paroles
Enregistrements
একদিন সব ছেড়ে চলে যাবো বহুদূরে

৷৷৷৷৷৷৷৷৷৷ ,,,রাজু ভাই,,,৷৷৷৷৷৷৷৷

,,,,,,,,,শূন্য থেকে শুরু ফ্যামিলি,,,,,,,,,

একদিন সব ছেড়ে চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না..

একদিন সব ছেড়ে চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না

একাকী আধার ঘরে, তোমাকে মনে করে

দু চোখের জলে আর ভাসবো না..

একদিন সব ছেড়ে চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর.. আসবো না

<===== =====>

যেখানে মানুষ গেলে ফিরে আর আসে না

যাব আমি সেখানে খুঁজে তুমি পাবে না

<========>

যেখানে মানুষ গেলে. ফিরে আর আসে না

যাব আমি সেখানে খুঁজে তুমি পাবে না

সুখ টুকু মুছে দিয়ে বিরহী এ মন নিয়ে

কষ্ট লুকিয়ে আর হাসবো না....

একদিন সব ছেড়ে চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না....

<===========>

বুঝবে সে ভুল তুমি, ভেঙে যাবে অভিমান

আমার জীবন যবে হবে চির অবসান

<=========>

বুঝবে সে ভুল তুমি ভেঙে যাবে অভিমান

আমার জীবন যবে হবে চির অবসান

এ আমি শুধুই নিজে তোমাকে খুঁজে খুঁজে

জোর করে ভালো আর বাসবো না

একদিন সব ছেড়ে চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না..

একদিন সব ছেড়ে চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না

একাকী আধার ঘরে তোমাকে মনে করে

দু চোখের জলে আর ভাসবো না...

একদিন সব ছেড়ে চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না...

Davantage de নাসির

Voir toutlogo

Vous Pourriez Aimer

একদিন সব ছেড়ে চলে যাবো বহুদূরে par নাসির - Paroles et Couvertures