শিরোনাম:-ভাবিনি।
শিল্পী:-নিশিতা বড়ুয়া ও পার্থ বড়ুয়া।
⫸=====Rifat=====⫷
M]>ভাবিনি কখনো,এমন এভাবে,
পুরনো প্রত্যাশা কাহিনী হয়ে যাবে,
F]>ও~ভাবিনি কখনো,এমন এভাবে,
স্বপ্নের মানুষটা,হঠাৎ ছুঁয়ে যাবে,
MF]>অধরে সে নয়,অম্লান হয়ে যাক
F]>আমাদের ভালোবাসা,
MF]>অমর হয়ে যাক
F]>আমি তো গোছানো ছিলাম,
অগোছালো করলে কেনো?
প্রেমতো এমনই হয়,
আমি একা পুড়বো কেনো?
M]>আমি তো গোছানো ছিলাম,
অগোছালো করলে কেনো?
প্রেমতো এমনই হয়,
আমি একা পুড়বো কেনো?
MF]>অধরে সে নয়, অম্লান হয়ে যাক,
F]>আমাদের ভালোবাসা,
MF]>অমর হয়ে যাক,
M]>ভালোবাসা ভালোলাগা প্রকাশিত রয়ে যাক,
এ মনের অপূর্ণতা বেহিসেবী হয়ে থাক,
F]>ভালোবাসা ভালোলাগা প্রকাশিত রয়ে যাক,
এ মনের অপূর্ণতা বেহিসেবী হয়ে থাক,
MF]>অধরে সে নয়, অম্লান হয়ে যাক,
F]>আমাদের ভালোবাসা,
MF]>অমর হয়ে যাক,
M]>ভাবিনি কখনো এমন এভাবে,
পুরনো প্রত্যাশা কাহিনী হয়ে যাবে,
F]> হুম~ভাবিনি কখনো এমন এভাবে
স্বপ্নের মানুষটা হঠাৎ ছুঁয়ে যাবে
MF]অধরে সে নয় অম্লান হয়ে যাক,
F]>আমাদের ভালোবাসা,
MF]>অমর হয়ে যাক,
⫸=ধন্যবাদ=⫷