menu-iconlogo
huatong
huatong
avatar

আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো

বশির আহমেদhuatong
pabear3huatong
Paroles
Enregistrements
শিল্পী; বশির আহমেদ

Upload

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

জ্বালো আগুন আরো জ্বালো,

ঢালো আরো ব্যথা ঢালো

জ্বালো আগুন আরো জ্বালো,

ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

Plz like my song &

check my song book

আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি

দিয়েছো আঘাত যতো,

সবই তার সয়েছি

নিঠুর ওগো, তবুও

তোমাকে লেগেছে ভালো,

তোমাকে বেসেছি ভালো

জ্বালো আগুন আরো জ্বালো,

ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

Follow me &

check my song book

এ হৃদয় ধূপ সম তোমারি জ্বালায়

যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়

কিছু তার সুরভি,

কিছু তার বেদনা

পড়বে তোমার মনে,

যেখানেই থাকো না

সেদিনের সে স্মৃতি,

জানি গো তোমার মনে

জ্বালবে না আলো

জ্বালো আগুন আরো জ্বালো,

ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

জ্বালো আগুন আরো জ্বালো,

ঢালো আরো ব্যথা ঢালো

জ্বালো আগুন আরো জ্বালো,

ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

ধন্যবাদ

Davantage de বশির আহমেদ

Voir toutlogo

Vous Pourriez Aimer