(M)৷ ওরে ওরে মর্ডান সুন্দরী
চল নারে একটু প্রেম করি
ওরে ওরে মর্ডান সুন্দরী
চল নারে একটু প্রেম করি
কেনো প্রেমের পাগল বানাইলি
আমি মজনু আমি মজনু
তুই কি আমার হবিরে লাইলি হো
আমি মজনু তুই কি আমার হবিরে লাইলি
(F)ওরে ওরে নয়া প্রেম পাগল
হলো নাকি মাথায় গন্ডগোল
ওরে ওরে নয়া প্রেম পাগল হলো নাকি মাথায় গন্ডগোল
উল্টাপাল্টা একি শোনাইলি হো
তুই মজনু তুই মজনু তুই মজনু
সাত জনমে ও পাবি না লাইলি
ও মজনু সাত জনমেও পাবি না লাইলি
///////////////////////////////
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
====================
Bristy;;;;;;;;;;;;?
(M)দেশ গ্রামের পোলারে আসি টাকা তুলারে
মনের ভিতর প্রেমেরি ঢেউ
নাইরে বৃষ্টি মান
তুই শহরের মাইয়ারে ভেজাল খাবার খাইয়া রে
ইলাস্টিকের অন্তর দিয়া করিস না চুরমার
///////////////
(F)েওরে নাচর বান্দারে বুইজাচি তর ধানদারে
বামন হইযা বারাস না হাত এই না চানদের পানে
পাইতে ভালোবাসারে কইরা কত আশারে
বাড়ির সামনে ঘোর ঘোর করে কত পোলা পানে
(M)সাধা৷ দিলে কালার লাগাইলি
ও আমি মজনু আমি মজনু আমি মজনু
তুই আমার হবিরে লাইলি ও
(F)তুই মজনু সাদ জনমেও পাবিনা লাইলি৷
////////////////////////////
?
<<<<<<<<<<<<<<<<<<<<<<
>>>>>>>>>>>>>>>>>>>>>
================
(M)মনটা আমার খাটিরে নয মেলামাইনের বাটিরে
ঘন্টায় ঘন্টায় লস ফিটিং এর করিস না টেনশন
বাদবো বাসা প্রেম ডালে
ক্ষতি নাই কোন হরতালে
মনের সুকে টানবো বিড়ি
খাইনারে বেনসন
/////////////////
( F) হুম থাকি কত আরামে ঘাটে যাই গ্রামে এ ভাগবে কমর ঘাটে পইরা
চইড়া গরুর গাড়ি
জিন্সের প্যান্ট আর টি-শার্টে
চলি রে ঠাটে পাটে
পড়িনারে বারো হাতি বেলুযারি শাড়ি
(M) পেরাপিকের সিগন্যাল দেখাইলিও ও
আমি মজনু আমি মজনু আমি মজনু
তুই কি আমার হবিরে লাইলি ও
(F) তুই মজনু সাত জনমেও পাবিনা লাইলি হো
(M)আমি মজনু তুই কি আমার হবিরে লাইলি ও
(F)তুই মজনু সাত জনমেও পাবিনা লাইলি হো
(M)আমি মজনু তুই কি আমার হবিরে লাইলি
ধন্যবাদ