menu-iconlogo
huatong
huatong
avatar

ভালবেসে যারা কেঁদেছে

মনির খানhuatong
leilackqhuatong
Paroles
Enregistrements
ভালোবেসে যারা কেদেছে

আমি যে তাদের একজন

ভালোবেসে যারা কেদেছে

আমি যে তাদের একজন

ভালোবাসা মানে

চোখে জল এনে

দুরে সরে যায় স্বজন..

ভালোবেসে যারা কেদেছে

আমি যে তাদের একজন

প্রথমে ভালোবাসা

বুকে বাধে ঘর

তারপর স্ব যতনে

ভাঙে অন্তর

প্রথমে ভালোবাসা

বুকে বাধে ঘর

তারপর স্ব যতনে

ভাঙে অন্তর

প্রেম বহু রুপি

এসে চুপি চুপি

নিরবে ভাষায় নয়ন

ভালোবেসে যারা কেদেছে

আমি যে তাদের একজন

ফাগুনে কাছে এসে

রাঙিয়ে এই মন

তারপর বরষাতে

ভেজায় ভুবন

হো.ফাগুনে কাছে এসে

রাঙিয়ে এই মন

তারপর বরষাতে

ভেজায় ভুবন

প্রেম মরিচিকা

আগুনের শিখা

নিরবে পুড়ায় জীবন

ভালোবেসে যারা কেদেছে

আমি যে তাদের একজন

ভালোবেসে যারা কেদেছে

আমি যে তাদের একজন

ভালোবাসা মানে

চোখে জল এনে

দুরে সরে যায় স্বজন

ভালোবেসে যারা কেদেছে

আমি তাদের একজন

ধন্যবাদ

Davantage de মনির খান

Voir toutlogo

Vous Pourriez Aimer