menu-iconlogo
logo

তুমি একজনই শুধু বন্ধু/H.PUTUL_WE

logo
Paroles
তুমি একজনই শুধু ব-ন্ধু আমার

শত্রুও তুমি এ—কজন, তাই

তোমাকেই ভালো লা..গে

তোমাকেই ভালো লাগে..

তুমি আমার পূর্ণিমা রা..ত.

তুমি চন্দ্র গ্রহণ, তাই

তোমাকেই ভালো লা..গে

তোমাকেই ভালো লাগে…

<<===H.PUTUL_WE===>>

ঐ দুটি হাত যেম..ন আমা-য়

টেনে নিয়ে যায় মরণে..

তেমনি আবার ও হাত ধরে-ই

ফিরে আসি আমি জীবনে..

<=== কন্ঠঃ মান্না দে ===>

ওই দুটি হাত যেম..ন আমায়

টেনে নিয়ে যায় মরণে..

তেমনি আবার ও হাত ধরে-ই

ফিরে আসি আমি জীবনে

যে নয়ন জ্বালে দারুণ আগুন...

বৃষ্টিও দেয় সে নয়ন, তাই

তোমাকেই ভালো লা..গে

তোমাকেই ভালো লাগে…

<<===Hamid_WE===>>

তোমায় পেয়ে এই মনে হয়-

কানায় কানায় ভরেছি..

এই মনে হয়- সব হারিয়ে-

শূণ্য আমায় করেছি

<<=== পুলক বন্দ্যোপাধ্যায় ===>>

তোমায় পেয়ে এই মনে হয়-

কানায় কানায় ভরেছি..

এই মনে হয়- সব হারিয়ে..

শূণ্য আমায় করেছি

যে সাপের মণি দেয়গো আলো

সেই যে করে দংশন, তাই

তোমাকেই ভালো লা..গে

তোমাকেই ভালো লাগে

তুমি একজনই শুধু বন্ধু আমার

শত্রুও তুমি এ…কজন, তাই

তোমাকেই ভালো লা..গে

তোমাকেই ভালো লাগে..

*** ধন্যবাদ **

তুমি একজনই শুধু বন্ধু/H.PUTUL_WE par মান্না দে - Paroles et Couvertures