menu-iconlogo
huatong
huatong
avatar

খুব জানতে ইচ্ছে করে

মান্না দে Manna Dey,Prabhas Deyhuatong
78000485988huatong
Paroles
Enregistrements

খুব জানতে ইচ্ছে করে

মান্না দে

---------

খুব জানতে ইচ্ছে করে

খুব জানতে ইচ্ছে করে

তুমি কি সেই আগের মতোই আছো

তুমি কি সেই আগের মতোই আছো

নাকি অনেক খানি বদলে গেছো

খুব জানতে ইচ্ছে করে

খুব জানতে ইচ্ছে করে

------

-------

এখনো কি প্রথম সকাল হলে

স্নান টি সেরে পূজার ফুল তুলে

পূজার ছলে আমারি কথা ভাবো

বসে ঠাকুর ঘরে

জানতে ইচ্ছে করে

খু~~~~ব জানতে ইচ্ছে করে

-------

এখনো কি সন্ধ্যা বেলা

আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে

অনেক অভিমানে

চোখ দুটো ক জলে ভরে

জানতে ইচ্ছে করে

খু~~~~ব জানতে ইচ্ছে করে

--------

--------

এখনো রাত নিঝুম হলে

শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে

ব্যকুল তিয়াসে আমারি পিয়াসে

অন্তর কেঁদে মরে

জানতে ইচ্ছে করে

খু~~~~~ব জানতে ইচ্ছে করে

তুমি কি সেই আগের মতোই আছো

তুমি কি সেই আগের মতোই আছো

নাকি অনেক খানি বদলে গেছো

জানতে ইচ্ছে করে

খু~~~~ব জানতে ইচ্ছে করে

-------

Davantage de মান্না দে Manna Dey,Prabhas Dey

Voir toutlogo

Vous Pourriez Aimer