পরাণ পাখি উরি উরি 
দিবে আকাশ পারি 
ধুলার মাঝে থাকবে পরে 
ধম ফুরানো..একটা হাওয়ার গাড়ী 
-=আপলোড বাই মজিবুর=- 
যে দিন পরাণ পাখি উরি উরি 
দিবে আকাশ পারি 
ধুলার মাঝে থাকবে পরে 
ধম ফুরানো... 
একটা হাওয়ার গাড়ী 
একটা হাওয়ার গাড়ী রে মন 
একটা হাওয়ার গাড়ী 
একটা হাওয়ার গাড়ী রে মন 
একটা হাওয়ার গাড়ী 
-=আপলোড বাই মজিবুর=- 
এক পলকেই নিবে যাবে 
দুই নয়েনের আলো 
রং বে রংগের এই দুনিয়া 
হবে আধার কালো 
============ 
এক পলকেই নিবে যাবে 
দুই নয়নের আলো 
রং বে রংগের এই দুনিয়া 
হবে আধার কালো 
দেখবি না আর ফুলের বাগান 
দেখবি না আর ফুলের বাগান 
সাজানো ঘর বাড়ি.... 
ধুলার মাঝে থাকবে পরে 
ধম ফুরানো.... 
একটা হাওয়ার গাড়ী,, 
একটা হাওয়ার গাড়ী রে মন 
একটা হাওয়ার গাড়ী 
একটা হাওয়ার গাড়ী রে মন 
একটা হাওয়ার গাড়ী 
-=আপলোড বাই মজিবুর=- 
অন্তরে হবে না উদয় 
বিরহেরি ব্যাথা.... 
কাছে ডেকে বলবে না কেউ 
দুক্ষ সুখের কথা 
=============== 
অন্তরে হবে না উদয় 
বিরহেরি ব্যাথা.... 
কাছে ডেকে বলবে না কেউ 
দুক্ষ সুখের কথা.. 
আপন সবি হবে গোপন 
একদিন তোমারি 
ধুলার মাঝে থাকবে পরে.. 
ধম ফুরানো... 
একটা হাওয়ার গাড়ী.. 
একটা হাওয়ার গাড়ী রে মন 
একটা হাওয়ার গাড়ী 
একটা হাওয়ার গাড়ী রে মন 
একটা হাওয়ার গাড়ী 
যে দিন পরাণ পাখি উরি উরি 
দিবে আকাশ পারি 
ধুলার মাঝে থাকবে পরে 
ধম ফুরানো.... 
একটা হাওয়ার গাড়ী.. 
একটা হাওয়ার গাড়ী রে মন 
একটা হাওয়ায়র গাড়ী 
একটা হাওয়ার গাড়ী রে মন 
একটা হাওয়ার গাড়ী 
একটা হাওয়ার গাড়ী রে মন 
একটা হাওয়ার গাড়ী 
====ধন্যবাদ====