menu-iconlogo
huatong
huatong
avatar

কবে সাধুর চরণ ধুলি

লালন গীতিhuatong
minestreetjfhuatong
Paroles
Enregistrements
আমার সংবুকে আপনাকে স্বাগতম

গান:কবে সাধুর চরণ ধুলি মোর

কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়,

কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়,

আমি হয়ে আছি আশা সিন্ধু কুলে সদাই,

কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়।

চাতক যেমন মেঘের জল বীনে,

অহর নিশি চেয়ে আছে মেঘ ধীআনে,

চাতক যেমন মেঘের জল বিনে,

অহর নিশি চেয়ে আছে মেঘ ধীআনে,

ও সে তৃষ্ণায় মৃত্যু গতি

জীবন হইলো, ঐ দশা আমার,

কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়।

ভজন সাধন আমাতে নাই,

কেবল মহৎ নামের দেই গো দোহাই,

ভজন সাধন আমাতে নাই,

কেবল মহৎ নামের দেই গো দোহাই,

তোমার নামের মহিমা জানাও গো সাই,

পাপীর হও সদয়,

কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়।

শুনেছি সাধুর করুনা,

সাধুর চরণ পরশীলে হয় গো সোনা,

শুনেছি সাধুর করুনা,

সাধুর চরণ পরশীলে হয় গো সোনা,

বুঝি আমার ভাগ্যে তাও হলোনা

ফকির লালন কেদে কয়,

কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়,

আমি হয়ে আছি আসার সিন্ধুর কুলে সদাই,

কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়।

কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়।

কবে সাধুর চরণ ধুলি।

Davantage de লালন গীতি

Voir toutlogo

Vous Pourriez Aimer