menu-iconlogo
huatong
huatong
avatar

হায় হায় কি জানি কি হলো/আপলোড ইলিয়াস

শাকিলা জাফরhuatong
◉⃝❤⃝🅴🅻🅸🅰🆂_𝐒𝐁𝐅◄◉⃝❤⃝🕊huatong
Paroles
Enregistrements
Lyrics: হায় হায় কি জানি কি হলো

Singer: শাকিলা জাফর

Movie: চরম অপমান

শিশির বিন্দু ফ্যামিলি

আপলোড বাই ইলিয়াস

Welcome To Elias Musical Track*

====~====~====

হায় হায় কি জানি কি হলো

মনটা চুরি হয়ে গেল

হায় হায় কি জানি কি হলো

মনটা চুরি হয়ে গেল

ছটফট করে শুধু মনটা যে আমার

হায় হায় কি জানি কি হলো

মনটা চুরি হয়ে গেল

ছটফট করে শুধু মনটা যে আমার

হায় হায় কি জানি কি হলো

====~====~====

এই রকম নিত্য নতুন নতুন গান পেতে এখুনি ফলো করে সাথে থাকুন"

ফলো: 62142059126

আপলোড_করেছেন_ইলিয়াস

====~====~====

প্রেমের আগুনে আমি নিজেকে পোড়াবো

==~==

ও প্রেমের আগুনে আমি নিজেকে পোড়াবো

তার প্রেমে আমি জ্বালা জড়াবো

জড়িয়ে ধরেছি যারে সে কি আমার

স্বপ্নে দেখা সেই রাজা কুমার

সে কি দূরে থাকবে কবে কাছে আসবে

বলো ঠান্ডা পানি বুকে বলো

হায় হায় কি জানি কি হলো

মনটা চুরি হয়ে গেল

ছটফট করে শুধু মনটা যে আমার

হায় হায় কি জানি কি হলো

====~====~====

Please Don't Copy Music

I love music so I sing, my friends love music like me....

Lyrics Complete Elias

Upload~By~Elias

====~====~====

বুকের আচল ওরে পাগলা হাওয়াতে

==~==

ও বুকের আচল ওরে পাগলা হাওয়াতে

ভালো লাগে আজ হারিয়ে যাওয়াতে

মনের দুয়ার খুলে তোমায় ডাকি

রং তুলিতে তোমার ছবি আঁকি

অঙ্গেতে ও জাগেরে শিহরণ লাগে রে

জ্বালা অন্তরে প্রেমের বাতি জ্বালো

হায় হায় কি জানি কি হলো

মনটা চুরি হয়ে গেল

হায় হায় কি জানি কি হলো

মনটা চুরি হয়ে গেল

ছটফট করে শুধু মনটা যে আমার

হায় হায় কি জানি কি হলো

মনটা চুরি হয়ে গেল

Thank you so much

Davantage de শাকিলা জাফর

Voir toutlogo

Vous Pourriez Aimer